সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
এমপি লিটন হত্যা

জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মী রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুব এ রিমান্ড মঞ্জুর করেন।

কোর্টপুলিশের পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এমপি লিটন হত্যা মামলায় বিভিন্ন সময় গ্রেফতার ১০ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। বিচারক শুনানি শেষে প্রত্যেকের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের সাবেক রুকন মোজাম্মেল হক (৫৫), জামায়াত কর্মী আমিনুল ইসলাম (৬৬), শফিকুল ইসলাম ঢলু (৩৮), শাহিন মাহামুদ (৫৪)। অন্য ছয়জন হলেন শিবির নেতা মামুনুর রশিদ (২৬), মাহাতাব আলী (৩০), সিরাজুল ইসলাম (৫১), রাতুল ইসলাম (২৩), লাল মিয়া (৪৪) ও গোলাম মোস্তফা (৩৮)। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজগ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে ২ জানুয়ারি অজ্ঞাত পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

সর্বশেষ খবর