রাঙামাটি সাপছড়ি ইউনিয়নের শুকুরছড়ির বোধিপুর। গ্রাম জুড়ে শোভা পাচ্ছে কেবল বাউকুল আর বাউকুল। এ ফলের বাম্পার ফলন হয়েছে এবার। স্থানীয় সূত্রে জানা গেছে, বোধিপুরের গাছে গাছে প্রচুর ফল ধরেছে। কৃষি বিভাগ বলছে, গ্রামের কৃষকরা পাহাড়ি টিলায় টিলায় চাষ বাউকুল করেন। বাদুর ও পাখির কবল থেকে রক্ষা করতে জাল দিয়ে ঢেকে রাখা হয় বাগান। সঠিক পরিচর্যার কারণে এবার এ ফলের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে চাষিরা বাগানের অর্ধেক বাউকুল আগাম বিক্রি করেছেন। তাতে তাদের সব খরচ বাদে আয় হয়েছে অর্ধ লক্ষাধিক টাকা। বাজারে এ ফলের চাহিদা অনেক, দামও ভালো। বোধিপুরের উৎপাদিত বাউকুল স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে। এক কেজি বাউকুল ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা জানান, রাঙামাটির বিভিন্ন উপজেলায় বাউকুল চাষ বেড়েছে। পাহাড়ি টিলায় ৩০ থেকে ৫০ বাগানে এবার বাউকুলের বাম্পার ফলন হয়েছে। অনেক কৃষকপরিবার বাউকুল চাষ করে এরই মধ্যে স্বাবলম্বী হয়েছেন। একটা বাগান থেকে ১৫০ থেকে ২০০ মণ বাউকুল উৎপাদন সম্ভব। রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রমণী কান্তি চাকমা জানান, পাহাড়ের উঁচু জমি কুলচাষের উপযোগী হওয়ায় পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতিতে বাউকুল চাষ বাড়ানো সম্ভব। এখনো যে পরিমাণে অনাবাদী পতিত জমি রয়েছে তাতে কুল চাষ করা হলে বেকারত্ব যেমন কমবে, তেমনি অন্য অর্থকরী ফসলের সঙ্গে কুল চাষ বিশেষ ভূমিকা রাখবে। স্থানীয় কৃষকদের দাবি, সরকারিভাবে বাউকুল চাষীদের সহযোগিতা করলে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
কৃষি সংবাদ
পাহাড়ে বাউকুলের সমাহার
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর