সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
কিশোরগঞ্জে অন্য রকম দিন

টাকা দিয়ে ভোট কিনে জনসেবার দরকার নেই : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

টাকা দিয়ে ভোট কিনে জনসেবার দরকার নেই : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে গতকাল রিকশায় করে বাজার ঘুরে দেখেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

রিকশায় চড়ে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের বাজার ঘুরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল দুপুর দেড়টার দিকে তিনি বাজার ও বাজারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করে। মিঠামইন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. আবদুল হাই, রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-চার আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ আবদুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি বিকাল সাড়ে ৪টায় মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশে যোগ দেন। এতে তিনি বলেন, জনপ্রতিনিধিদের জনসেবার ব্রত নিয়ে কাজ করতে হবে। টাকা দিয়ে ভোট কিনে জনসেবা করার দরকার নেই। যারা টাকা দিয়ে ভোট কিনে জনপ্রতিনিধি হন, তারা জনসেবা করেন না, নিজেদের আখের গোছান। টাকা থাকলে জনপ্রতিনিধি না হয়েও জনসেবা করা যায়। নির্বাচনে টাকার খেলা বন্ধ হলে দেশ আরও এগিয়ে যাবে, সমৃদ্ধিশালী হবে। রাষ্ট্রপতি আরও বলেন, যারা ভোটের জন্য মানুষের পায়ে ধরে, তারা পাস করলে ঘাড়েও ধরতে পারে। এ জন্য জনগণকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধিরা সৎ হলে সরকারি কর্মকর্তারাও সৎ হতে বাধ্য। রাষ্ট্রপতি বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তিনি নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, এ দায়িত্বটা বয়স্কদেরই পালন করতে হবে। অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সহিদ, অ্যাডভোকেট শরীফ কামাল, সমির কুমার বৈষ্ণব প্রমুখ। এদিকে রাষ্ট্রপতি আজ দুপুর সোয়া ১২টায় হেলিকপ্টারে করে ইটনা উপজেলায় যাবেন। বিকাল পৌনে ৩টায় তিনি ইটনা মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন করে বিকাল ৩টায় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ’-এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সর্বশেষ খবর