শিরোনাম
শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
পয়লা মে’র কর্মসূচি

বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অনুমতি মিললে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মে দিবসের সমাবেশ করবে বিএনপি। পয়লা মে গণপূর্ত বিভাগ থেকে অনুমতি দিলেও অনুমতি মিলেনি পুলিশের। ১ মে অনুমতি না পেলে পরের দিন ২ অথবা ৩ মে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দীতে আবারও অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। ইতিপূর্বে শ্রমিক দলের ব্যানারে আবেদন জানালে গণপূর্ত অধিদফতরের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলেও অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মে দিবসের ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তৃতা করার কথা ছিল। গতকাল দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে তিনি  কাজে ব্যস্ত থাকার কারণে দেখা দেননি। তবে ডিএমপি কমিশনার কার্যালয় থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে, আগামী ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। সেদিনটি তারা শ্রমিকদের জন্য বরাদ্দ রেখেছেন। তবে পরদিন ২ মে অথবা ৩ মে সমাবেশের জন্য আবেদন জানালে সেটি বিবেচনা করে দেখা হতে পারে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম গতকাল দুপুরে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। জয়নুল আবদিন ফারুক এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা দেখা করতে গিয়েছিলাম। কিন্তু কাজে ব্যস্ত থাকার কারণে কমিশনার সাহেব দেখা দিতে পারেননি।

 

সর্বশেষ খবর