রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় নিহত তিন যুবকের একজনের পরিচয় নিশ্চিত হয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে একটি ছবি সংবলিত জাহিদ ও সজীব নামে দুটি পরিচয়পত্র উদ্ধার করা হলেও তার প্রকৃত নাম মেজবা উদ্দীন। বাবা এনামুল হক। মায়ের নাম তাহমিনা আক্তার। জেলা কুমিল্লা। জন্ম তারিখ ১৯৯৩ সালের ১ জানুয়ারি। জাতীয় পরিচয়পত্র নম্বর: ১৯৯৩১৯১৭৪৩১০০০০৪০। অন্যদিকে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান এবং কেয়ারটেকার রুবেলকে মুছলেকা নেওয়ার পর ছেড়ে দিয়েছে র্যাব। র্যাব বলছে, নিহত মেজবার বাবা, মা, ভাই ও স্ত্রীকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তারাই লাশ দেখে পরিচয় নিশ্চিত করবেন। পরবর্তীতে নিহত মেজবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, তেজগাঁও থানায় দায়েরকৃত মামলাটি পুলিশ তদন্ত করবে। আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহত একজনের পরিচয় আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি। এখন তার বাবা-মা, স্ত্রী এবং ভাই লাশ দেখে শনাক্ত করবেন। তিনি বলেন, বাড়ির মালিকের অবহেলার কারণেই জঙ্গিরা সেখানে আস্তানা গড়ে তোলার চেষ্টা করেছিল। তদন্ত সূত্র বলছে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান বর্তমানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট পারসার হিসেবে কর্মরত। তবে ২০০৭ সালে তিনি স্বেচ্ছায় অবসরে গেলেও ২০১৫ সালে পুনরায় বিমান এয়ারলাইন্সে চুক্তিভিত্তিক যোগদান করেন। স্থায়ী নিয়োগের জন্য সাব্বির তার তৎপরতা অব্যাহত রেখেছেন। বিমানে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাব্বিরের কর্মকাণ্ড এবং আচরণ সব সময়ই সন্দেহজনক ছিল। এটা বিমানে ওপেন সিক্রেট। তবে কর্তাব্যক্তিদের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে একবার অবসরে যাওয়ার পরও ৯ বছর পর তিনি পুনরায় নিয়োগ পেয়েছেন। খুব শিগগিরই হয়তো তার নিয়োগ স্থায়ী হয়ে যাবে। তার এক ভাই সাখাওয়াতও বিমানের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার গভীর রাতে ১৩/১ পশ্চিম নাখালপাড়ার ৫ম তলায় অভিযান চালায় র?্যাব। এতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য নিহত হয়। আস্তানা থেকে তিনটি লাশ ও দুটি পিস্তল, তিনটি আইইডি বোমা, বিস্ফোরক জেল, ঘটনাস্থলে পড়ে থাকা একটি লাশের নিচে থেকে একটি গ্রেনেড, গ্যাসের চুলার ওপর থেকে একটি গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার রাতে র্যাব-৩ এর ডিএডি সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেছেন।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে