রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় নিহত তিন যুবকের একজনের পরিচয় নিশ্চিত হয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে একটি ছবি সংবলিত জাহিদ ও সজীব নামে দুটি পরিচয়পত্র উদ্ধার করা হলেও তার প্রকৃত নাম মেজবা উদ্দীন। বাবা এনামুল হক। মায়ের নাম তাহমিনা আক্তার। জেলা কুমিল্লা। জন্ম তারিখ ১৯৯৩ সালের ১ জানুয়ারি। জাতীয় পরিচয়পত্র নম্বর: ১৯৯৩১৯১৭৪৩১০০০০৪০। অন্যদিকে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান এবং কেয়ারটেকার রুবেলকে মুছলেকা নেওয়ার পর ছেড়ে দিয়েছে র্যাব। র্যাব বলছে, নিহত মেজবার বাবা, মা, ভাই ও স্ত্রীকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তারাই লাশ দেখে পরিচয় নিশ্চিত করবেন। পরবর্তীতে নিহত মেজবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, তেজগাঁও থানায় দায়েরকৃত মামলাটি পুলিশ তদন্ত করবে। আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহত একজনের পরিচয় আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি। এখন তার বাবা-মা, স্ত্রী এবং ভাই লাশ দেখে শনাক্ত করবেন। তিনি বলেন, বাড়ির মালিকের অবহেলার কারণেই জঙ্গিরা সেখানে আস্তানা গড়ে তোলার চেষ্টা করেছিল। তদন্ত সূত্র বলছে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান বর্তমানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট পারসার হিসেবে কর্মরত। তবে ২০০৭ সালে তিনি স্বেচ্ছায় অবসরে গেলেও ২০১৫ সালে পুনরায় বিমান এয়ারলাইন্সে চুক্তিভিত্তিক যোগদান করেন। স্থায়ী নিয়োগের জন্য সাব্বির তার তৎপরতা অব্যাহত রেখেছেন। বিমানে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাব্বিরের কর্মকাণ্ড এবং আচরণ সব সময়ই সন্দেহজনক ছিল। এটা বিমানে ওপেন সিক্রেট। তবে কর্তাব্যক্তিদের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে একবার অবসরে যাওয়ার পরও ৯ বছর পর তিনি পুনরায় নিয়োগ পেয়েছেন। খুব শিগগিরই হয়তো তার নিয়োগ স্থায়ী হয়ে যাবে। তার এক ভাই সাখাওয়াতও বিমানের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার গভীর রাতে ১৩/১ পশ্চিম নাখালপাড়ার ৫ম তলায় অভিযান চালায় র?্যাব। এতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য নিহত হয়। আস্তানা থেকে তিনটি লাশ ও দুটি পিস্তল, তিনটি আইইডি বোমা, বিস্ফোরক জেল, ঘটনাস্থলে পড়ে থাকা একটি লাশের নিচে থেকে একটি গ্রেনেড, গ্যাসের চুলার ওপর থেকে একটি গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার রাতে র্যাব-৩ এর ডিএডি সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেছেন।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম