রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় নিহত তিন যুবকের একজনের পরিচয় নিশ্চিত হয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে একটি ছবি সংবলিত জাহিদ ও সজীব নামে দুটি পরিচয়পত্র উদ্ধার করা হলেও তার প্রকৃত নাম মেজবা উদ্দীন। বাবা এনামুল হক। মায়ের নাম তাহমিনা আক্তার। জেলা কুমিল্লা। জন্ম তারিখ ১৯৯৩ সালের ১ জানুয়ারি। জাতীয় পরিচয়পত্র নম্বর: ১৯৯৩১৯১৭৪৩১০০০০৪০। অন্যদিকে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান এবং কেয়ারটেকার রুবেলকে মুছলেকা নেওয়ার পর ছেড়ে দিয়েছে র্যাব। র্যাব বলছে, নিহত মেজবার বাবা, মা, ভাই ও স্ত্রীকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তারাই লাশ দেখে পরিচয় নিশ্চিত করবেন। পরবর্তীতে নিহত মেজবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, তেজগাঁও থানায় দায়েরকৃত মামলাটি পুলিশ তদন্ত করবে। আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহত একজনের পরিচয় আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি। এখন তার বাবা-মা, স্ত্রী এবং ভাই লাশ দেখে শনাক্ত করবেন। তিনি বলেন, বাড়ির মালিকের অবহেলার কারণেই জঙ্গিরা সেখানে আস্তানা গড়ে তোলার চেষ্টা করেছিল। তদন্ত সূত্র বলছে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান বর্তমানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট পারসার হিসেবে কর্মরত। তবে ২০০৭ সালে তিনি স্বেচ্ছায় অবসরে গেলেও ২০১৫ সালে পুনরায় বিমান এয়ারলাইন্সে চুক্তিভিত্তিক যোগদান করেন। স্থায়ী নিয়োগের জন্য সাব্বির তার তৎপরতা অব্যাহত রেখেছেন। বিমানে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাব্বিরের কর্মকাণ্ড এবং আচরণ সব সময়ই সন্দেহজনক ছিল। এটা বিমানে ওপেন সিক্রেট। তবে কর্তাব্যক্তিদের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে একবার অবসরে যাওয়ার পরও ৯ বছর পর তিনি পুনরায় নিয়োগ পেয়েছেন। খুব শিগগিরই হয়তো তার নিয়োগ স্থায়ী হয়ে যাবে। তার এক ভাই সাখাওয়াতও বিমানের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার গভীর রাতে ১৩/১ পশ্চিম নাখালপাড়ার ৫ম তলায় অভিযান চালায় র?্যাব। এতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য নিহত হয়। আস্তানা থেকে তিনটি লাশ ও দুটি পিস্তল, তিনটি আইইডি বোমা, বিস্ফোরক জেল, ঘটনাস্থলে পড়ে থাকা একটি লাশের নিচে থেকে একটি গ্রেনেড, গ্যাসের চুলার ওপর থেকে একটি গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার রাতে র্যাব-৩ এর ডিএডি সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেছেন।
শিরোনাম
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
রুবি ভিলার একজনের পরিচয় নিশ্চিত
নিহতের বাবা-মা-ভাই ও স্ত্রী ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর