রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় নিহত তিন যুবকের একজনের পরিচয় নিশ্চিত হয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে একটি ছবি সংবলিত জাহিদ ও সজীব নামে দুটি পরিচয়পত্র উদ্ধার করা হলেও তার প্রকৃত নাম মেজবা উদ্দীন। বাবা এনামুল হক। মায়ের নাম তাহমিনা আক্তার। জেলা কুমিল্লা। জন্ম তারিখ ১৯৯৩ সালের ১ জানুয়ারি। জাতীয় পরিচয়পত্র নম্বর: ১৯৯৩১৯১৭৪৩১০০০০৪০। অন্যদিকে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান এবং কেয়ারটেকার রুবেলকে মুছলেকা নেওয়ার পর ছেড়ে দিয়েছে র্যাব। র্যাব বলছে, নিহত মেজবার বাবা, মা, ভাই ও স্ত্রীকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তারাই লাশ দেখে পরিচয় নিশ্চিত করবেন। পরবর্তীতে নিহত মেজবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, তেজগাঁও থানায় দায়েরকৃত মামলাটি পুলিশ তদন্ত করবে। আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহত একজনের পরিচয় আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি। এখন তার বাবা-মা, স্ত্রী এবং ভাই লাশ দেখে শনাক্ত করবেন। তিনি বলেন, বাড়ির মালিকের অবহেলার কারণেই জঙ্গিরা সেখানে আস্তানা গড়ে তোলার চেষ্টা করেছিল। তদন্ত সূত্র বলছে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান বর্তমানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট পারসার হিসেবে কর্মরত। তবে ২০০৭ সালে তিনি স্বেচ্ছায় অবসরে গেলেও ২০১৫ সালে পুনরায় বিমান এয়ারলাইন্সে চুক্তিভিত্তিক যোগদান করেন। স্থায়ী নিয়োগের জন্য সাব্বির তার তৎপরতা অব্যাহত রেখেছেন। বিমানে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাব্বিরের কর্মকাণ্ড এবং আচরণ সব সময়ই সন্দেহজনক ছিল। এটা বিমানে ওপেন সিক্রেট। তবে কর্তাব্যক্তিদের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে একবার অবসরে যাওয়ার পরও ৯ বছর পর তিনি পুনরায় নিয়োগ পেয়েছেন। খুব শিগগিরই হয়তো তার নিয়োগ স্থায়ী হয়ে যাবে। তার এক ভাই সাখাওয়াতও বিমানের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার গভীর রাতে ১৩/১ পশ্চিম নাখালপাড়ার ৫ম তলায় অভিযান চালায় র?্যাব। এতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য নিহত হয়। আস্তানা থেকে তিনটি লাশ ও দুটি পিস্তল, তিনটি আইইডি বোমা, বিস্ফোরক জেল, ঘটনাস্থলে পড়ে থাকা একটি লাশের নিচে থেকে একটি গ্রেনেড, গ্যাসের চুলার ওপর থেকে একটি গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার রাতে র্যাব-৩ এর ডিএডি সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেছেন।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
রুবি ভিলার একজনের পরিচয় নিশ্চিত
নিহতের বাবা-মা-ভাই ও স্ত্রী ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর