রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় নিহত তিন যুবকের একজনের পরিচয় নিশ্চিত হয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে একটি ছবি সংবলিত জাহিদ ও সজীব নামে দুটি পরিচয়পত্র উদ্ধার করা হলেও তার প্রকৃত নাম মেজবা উদ্দীন। বাবা এনামুল হক। মায়ের নাম তাহমিনা আক্তার। জেলা কুমিল্লা। জন্ম তারিখ ১৯৯৩ সালের ১ জানুয়ারি। জাতীয় পরিচয়পত্র নম্বর: ১৯৯৩১৯১৭৪৩১০০০০৪০। অন্যদিকে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান এবং কেয়ারটেকার রুবেলকে মুছলেকা নেওয়ার পর ছেড়ে দিয়েছে র্যাব। র্যাব বলছে, নিহত মেজবার বাবা, মা, ভাই ও স্ত্রীকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তারাই লাশ দেখে পরিচয় নিশ্চিত করবেন। পরবর্তীতে নিহত মেজবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, তেজগাঁও থানায় দায়েরকৃত মামলাটি পুলিশ তদন্ত করবে। আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহত একজনের পরিচয় আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি। এখন তার বাবা-মা, স্ত্রী এবং ভাই লাশ দেখে শনাক্ত করবেন। তিনি বলেন, বাড়ির মালিকের অবহেলার কারণেই জঙ্গিরা সেখানে আস্তানা গড়ে তোলার চেষ্টা করেছিল। তদন্ত সূত্র বলছে, রুবি ভিলার মালিক সাব্বির রহমান বর্তমানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট পারসার হিসেবে কর্মরত। তবে ২০০৭ সালে তিনি স্বেচ্ছায় অবসরে গেলেও ২০১৫ সালে পুনরায় বিমান এয়ারলাইন্সে চুক্তিভিত্তিক যোগদান করেন। স্থায়ী নিয়োগের জন্য সাব্বির তার তৎপরতা অব্যাহত রেখেছেন। বিমানে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাব্বিরের কর্মকাণ্ড এবং আচরণ সব সময়ই সন্দেহজনক ছিল। এটা বিমানে ওপেন সিক্রেট। তবে কর্তাব্যক্তিদের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে একবার অবসরে যাওয়ার পরও ৯ বছর পর তিনি পুনরায় নিয়োগ পেয়েছেন। খুব শিগগিরই হয়তো তার নিয়োগ স্থায়ী হয়ে যাবে। তার এক ভাই সাখাওয়াতও বিমানের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার গভীর রাতে ১৩/১ পশ্চিম নাখালপাড়ার ৫ম তলায় অভিযান চালায় র?্যাব। এতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য নিহত হয়। আস্তানা থেকে তিনটি লাশ ও দুটি পিস্তল, তিনটি আইইডি বোমা, বিস্ফোরক জেল, ঘটনাস্থলে পড়ে থাকা একটি লাশের নিচে থেকে একটি গ্রেনেড, গ্যাসের চুলার ওপর থেকে একটি গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার রাতে র্যাব-৩ এর ডিএডি সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেছেন।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
রুবি ভিলার একজনের পরিচয় নিশ্চিত
নিহতের বাবা-মা-ভাই ও স্ত্রী ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর