নরসিংদীতে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ায় মণি আক্তার (১১) নামে এক শিশু গৃহপরিচারিকার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধপথ্যের জোগান দিতে না পাড়ায় যন্ত্রণা নিয়ে প্রতিটি মুহূর্ত ছটফট করে কাটাচ্ছে শিশুটি। নরসিংদী শহরের টাউন হল এলাকায় জনতা ব্যাংকে কর্মরত হাসান সারোয়ার সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মণির বাবা বাদী হয়ে ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী মাহমুদা ইয়াসমিন নাজমার নামে সদর মডেল থানায় মামলা করেছেন। মণি আক্তার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রিকশাচালক আবদুল আজিজের মেয়ে। তারা পৌরশহরের দাশপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, দেড় মাস আগে হাসান সারোয়ার সোহেলের বাসায় গৃহপরিচারিকার কাজ নেয় মণি। এর মধ্যে ১৭ জানুয়ারি রাতে বড় একটি পাত্রে গরম পানি ফুটাতে বলেন গৃহকর্ত্রী নাজমা। আধঘণ্টা পর পানি গরম হয়ে গেলে ফুটন্ত পানির ডেগ চুলা থেকে নামানোর নির্দেশ দেন। অনেক ভারী বিধায় মণি নামাতে না পেরে গৃহকর্ত্রীকে নামাতে বলেন। এতে নাজমা মণির ওপর চরম ক্ষিপ্ত হয়ে বকাঝকা শুরু করেন। পরে মণির শরীরে গরম পানি ঢেলে দেন। সঙ্গে সঙ্গে মণির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে গৃহস্বামী মণিকে চিকিৎসা না করিয়ে লোকমারফত বাড়ি পাঠিয়ে দেন। একই সঙ্গে কাউকে কিছু জানাতে বারণ করে দেওয়া হয়। পুলিশ বা অন্য কাউকে কিছু জানালে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। আজিজের প্রতিবেশীরা খবর পেয়ে মণিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ১০ দিন ধরে মণি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। বুধবার রাতে রাসেল সরকার নামে একজন ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরলে সব মহলে হৈচৈ পড়ে যায়।
শিরোনাম
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
বর্বরতা
শিশু গৃহকর্মীর শরীরে ফুটন্ত পানি
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর