নরসিংদীতে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ায় মণি আক্তার (১১) নামে এক শিশু গৃহপরিচারিকার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধপথ্যের জোগান দিতে না পাড়ায় যন্ত্রণা নিয়ে প্রতিটি মুহূর্ত ছটফট করে কাটাচ্ছে শিশুটি। নরসিংদী শহরের টাউন হল এলাকায় জনতা ব্যাংকে কর্মরত হাসান সারোয়ার সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মণির বাবা বাদী হয়ে ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী মাহমুদা ইয়াসমিন নাজমার নামে সদর মডেল থানায় মামলা করেছেন। মণি আক্তার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রিকশাচালক আবদুল আজিজের মেয়ে। তারা পৌরশহরের দাশপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, দেড় মাস আগে হাসান সারোয়ার সোহেলের বাসায় গৃহপরিচারিকার কাজ নেয় মণি। এর মধ্যে ১৭ জানুয়ারি রাতে বড় একটি পাত্রে গরম পানি ফুটাতে বলেন গৃহকর্ত্রী নাজমা। আধঘণ্টা পর পানি গরম হয়ে গেলে ফুটন্ত পানির ডেগ চুলা থেকে নামানোর নির্দেশ দেন। অনেক ভারী বিধায় মণি নামাতে না পেরে গৃহকর্ত্রীকে নামাতে বলেন। এতে নাজমা মণির ওপর চরম ক্ষিপ্ত হয়ে বকাঝকা শুরু করেন। পরে মণির শরীরে গরম পানি ঢেলে দেন। সঙ্গে সঙ্গে মণির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে গৃহস্বামী মণিকে চিকিৎসা না করিয়ে লোকমারফত বাড়ি পাঠিয়ে দেন। একই সঙ্গে কাউকে কিছু জানাতে বারণ করে দেওয়া হয়। পুলিশ বা অন্য কাউকে কিছু জানালে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। আজিজের প্রতিবেশীরা খবর পেয়ে মণিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ১০ দিন ধরে মণি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। বুধবার রাতে রাসেল সরকার নামে একজন ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরলে সব মহলে হৈচৈ পড়ে যায়।
শিরোনাম
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
বর্বরতা
শিশু গৃহকর্মীর শরীরে ফুটন্ত পানি
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর