মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

চীনের সঙ্গে চুক্তি ডিএসইর

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমাদের বিভিন্ন পদক্ষেপের কারণে শেয়ারবাজার স্থিতিশীল। সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। বর্তমান নিয়ন্ত্রণ কমিশন কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে শেয়ারবাজার এই পর্যায়ে এসেছে। এখন চীনের কনসোর্টিয়াম বিনিয়োগ করছে। কৌশলগত বিনিয়োগকারী হিসেবে তারা আসায় শেয়ারবাজার আরও শক্তিশালী হয়ে উঠবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দুই শেয়ারবাজার শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর কুড়িলে একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে ডিএসইর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, শেনঝেন স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও ওয়াং জিয়ানজুন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান প্যান জুয়েজিয়ান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএসইর পরিচালনা পর্ষদসহ শেয়ারহোল্ডার, শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন আমাদের শেয়ারবাজার ছিল খুবই দুর্বল ও অস্থিতিশীল। শেয়ারবাজারে পরিস্থিতিতে অনেকেই হতাশ ছিলেন। কিন্তু আমাদের বিভিন্ন পদক্ষেপের কারণে পরিস্থিতি আজ ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের বিখ্যাত প্রতিষ্ঠান আজ বিনিয়োগ করতে এসেছে। চীনের কনসোর্টিয়ামের সঙ্গে এই চুক্তির মাধ্যমে দেশের শেয়ারবাজার নতুন মাত্রায় পৌঁছেছে এবং মাইলফলকের সৃষ্টি হয়েছে। আগামীতে বাজারে ভালো মূলধনী কোম্পানি তালিকাভুক্ত হবে। বাজার আরও শক্তিশালী হয়ে উঠবে।

সর্বশেষ খবর