শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যবহারের ওপর নির্ভর করছে এটি সমাদৃত হবে কিনা : মুফতি ফয়জুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিশ্বের অনেক দেশেই প্রয়োগ হচ্ছে। এটি সময়োপযোগী। জাতীয়ভাবে এর ব্যবহারের আগে এ নিয়ে নেতিবাচক মন্তব্য করা সমীচীন হবে না। তাছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার এবং তার ফলাফল নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তিনি বলেন, আমরা কীভাবে এ পদ্ধতির প্রয়োগ করব তার ওপর নির্ভর করছে এটি সমাদৃত হবে কিনা। আশা করি স্বচ্ছভাবে প্রয়োগের মধ্য দিয়ে এ পদ্ধতি জনগণের আস্থা অর্জন করবে এবং সমাদৃত হবে। গতকাল এক বিবৃতিতে মুফতি ফয়জুল্লাহ এ কথা বলেন। মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, ইভিএমের সঠিক ব্যবহারের ওপর নির্ভর করছে এর সফলতা। তাছাড়া এ পদ্ধতির কোনো ত্রুটি থাকলে সংশোধন করতে হবে। তাছাড়া ইভিএম সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদেরও পর্যাপ্ত ট্রেনিং দিতে হবে। তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশ ও পাকিস্তান বাদে আর সব দেশেই নির্বাচনে কাগজের ব্যালট ব্যবহারের পরিবর্তে ইভিএম ব্যবহার শুরু হয়েছে। পাকিস্তানও তাদের আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় এবং সে লক্ষ্যে তারা কিছু কাল আগে এ মেশিন সংগ্রহের জন্য আন্তর্জাতিক দরপত্রও আহ্বান করেছে।

সর্বশেষ খবর