চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের একটি গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় দেশে তৈরি পাইপগানসহ অস্ত্র উদ্ধারও করেছে পুলিশ। নিহতরা হলেন—পাহাড়তলী ইউনিয়নের মৃত্যু হয়। সেবার মোট ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়। উল্লেখ্য, ডেঙ্গুর মৌসুম চলবে আগামী অক্টোবর পর্যন্ত। এ জন্য সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, রোগীর মুত্যুহার আরও বৃৃদ্ধি পেতে পারে। চিকিৎসকরা জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরের মৌসুম। তাদের পর্যবেক্ষণে এ বছর ডেঙ্গুর লক্ষণগুলো অন্য বছরের তুলনায় আলাদা। আর অন্য বছরের তুলনায় রোগটি এবার বেশি প্রবল। এবার অল্প সময়ের মধ্যে আক্রান্ত রোগী দুর্বল হয়ে পড়ছে, অচেতন হয়ে পড়ছে। আবার অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু জ্বরকে এ বছর অবহেলা করার কোনো সুযোগ নেই। যদি ঠিকমতো চিকিৎসা করা না হয় তবে দ্রুত হেমোরেজিক ডেঙ্গুতে রক্তক্ষরণ শুরু হয়। জ্বর যদি সর্দি-কাশির বাইরে কিছু মনে হয় তাহলে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকরা মশারি ব্যবহারের ওপর জোর দিচ্ছেন। এরই মধ্যে ডেঙ্গু জ্বরের বাহক এডিশ মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে। আর ডেঙ্গু জ্বরের ধরন, প্রকোপ ও প্রাদুর্ভাবের ওপর নজরদারি করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে তাদের নমুনা সংগ্রহ করে একটি গবেষণাও করছে প্রতিষ্ঠানটি। শিগগিরই এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুতে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কয়েকজন আগেও এই রোগে আক্রান্ত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, কিছু রোগীর গায়ের তাপমাত্রা তত বেশি না হলেও তারা এই রোগে আক্রান্ত হচ্ছে। আবার অন্যান্য বছর রোগীর গায়ে রেশ দেখা গেলেও এবার তা দেখা যাচ্ছে না। যারা ডেঙ্গুর চিকিৎসা না করে রোগটিকে অবহেলা করে এবং যারা একাধিকবার এ রোগে আক্রান্ত হয়েছে তাদের মৃত্যু ঝুঁকি বেশি। খেয়াল রাখতে হবে, মশা যাতে না কামড়ায়। প্রতিরোধের জন্য সবাইকে ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে। দিনের বেলাও প্রয়োজনে মশারি লাগাতে হবে। আক্রান্তদের গায়ে বেশি ব্যথা থাকলে প্যারাসিটামল খেতে পারেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করা যাবে না।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল