রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বড় লোকেরা খাওয়ায় আতঙ্কবোধ করে

—আবদুল্লাহ আবু সায়ীদ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে বেশি খাওয়া দরিদ্রের সংস্কৃতি। দরিদ্ররা বেশি খায়। তারা সচরাচর খেতে পায় না। যেদিন পায় সেদিন অতিরিক্ত আহার করে। অন্যদিকে বড় লোকেরা একসময় খাওয়ায় আতঙ্ক বোধ করে।’

গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ডায়েট কাউন্সেলিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানের ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্থূলতা সম্পর্কিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বর্তমানে ডায়েটের নামে যেসব আন্দোলন চলছে এর অর্থ হলো তোমরা বড়লোক হচ্ছো, তাই বেশি খেও না। জীবনের একটা ভারসাম্য থাকা দরকার। ঠিক জীবনটা যেমনি হওয়া উচিত তেমনি। ভারসাম্য এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোনো কোনো ধর্মেও বলা হয়, স ষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি ভারসাম্য। কেননা মহাকাশ পুরোটা রয়েছে ভারসাম্যে। পুষ্টিবিদ্যার চেষ্টা হলো মানুষের শরীরে এ ভারসাম্য রক্ষা করা।’ তিনি বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা এ দেশে কখনো বলেন না যে, আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি। তারা ভাবেন, দেশের উন্নতি হবে, আমার কি উন্নতি হবে। তাদের মধ্যে আমিত্ব বেশি।’

সর্বশেষ খবর