উত্তরের জেলা শহর পঞ্চগড়। এই শহরের চারপাশে ১৫ মিনিটের হাঁটা পথ পার হলে চোখে পড়বে ছোট বড় শাক-সবজির খেত খামার আর পুকুর। চোখে পড়বে বিভিন্ন প্রকারের শাক, শিম, আলু, বরবটি, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ নানা ধরনের সবজির মাঠ। এই সবজি চাষিরা সবাই পঞ্চগড় শহরে বাস করেন। গত কয়েক বছর ধরে এখানকার উৎপাদিত সবজি শহরের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য জেলাতেও রপ্তানি করা হচ্ছে। নানা ধরনের ব্যবসার পাশাপাশি তারা এসব ছোট ছোট কৃষি খামার গড়ে তুলেছেন। কেউ ছোট ছোট পুকুর খনন করে নিজেদের মাছের চাহিদা মিটিয়ে শহরের মানুষদের চাহিদা মেটাচ্ছেন। ফলে এই শহরের মানুষ পাচ্ছেন নিরাপদ সবজির স্বাদ। পাচ্ছেন টাটকা ফর্মালিন মুক্ত মাছ। এতে গ্রাহকরা খুশি হলেও সরকারি সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন চাষিরা । করোতোয়া নদী বেষ্টিত কয়েকশ একর জমিতে এসব খামার গড়ে তুলেছেন চাষিরা। খামারে নানা ধরনের শাক-সবজি ও মাছ উৎপাদন করছেন তারা। শহরের কয়েক কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে এসব শাক-সবজি আর মাছের খামার। রামের ডাঙ্গা, জালাসী, তুলার ডাঙ্গা, কামাতপাড়াসহ কয়েকটি এলাকার প্রায় আড়াই হাজার কৃষক এসব সবজি আবাদ করছেন। কামাতপাড়া এলাকার চাষি নাজিম উদ্দিন আহমেদ জানান, গত কয়েক মাসে তিন একর জমিতে সবজি চাষ করে তিনি প্রায় ২ লাখ টাকা আয় করেছেন। আরও ৫ লাখ টাকা আয় করবেন বলে তিনি আশা করছেন। এ ছাড়া শহরের আশপাশেই গড়ে উঠেছে অর্ধশতাধিক মাছের খামার। রাজনগর এলাকার গোলাম রাব্বানী বানী প্রিন্টিং ব্যবসার পাশাপাশি শহরের উপকণ্ঠে গড়ে তুলেছেন মাছের খামার। তিনি জানান, নিরাপদ মাছ চাষ করে তিনি ভালো আয় করছেন। পাশাপাশি শহুরে নাগরিকদের জন্য টাটকা মাছ সরবরাহ করতে পারছেন। তবে জেলার মৎস্য অধিদফতর থেকে তারা কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। পঞ্চগড় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন জানান, শহরের উপকণ্ঠে এই সবজি চাষ করে চাষিরা যেমন লাভবান হচ্ছেন তেমনি শহুরে নাগরিকরা টাটকা শাক-সবজি পাচ্ছেন। আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক এই কৃষকদের নানা ধরনের সহায়তা এবং পরামর্শ দেওয়া হচ্ছে।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
কৃষি
শহরের উপকণ্ঠে সবজি ও মাছ চাষ
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর