উত্তরের জেলা শহর পঞ্চগড়। এই শহরের চারপাশে ১৫ মিনিটের হাঁটা পথ পার হলে চোখে পড়বে ছোট বড় শাক-সবজির খেত খামার আর পুকুর। চোখে পড়বে বিভিন্ন প্রকারের শাক, শিম, আলু, বরবটি, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ নানা ধরনের সবজির মাঠ। এই সবজি চাষিরা সবাই পঞ্চগড় শহরে বাস করেন। গত কয়েক বছর ধরে এখানকার উৎপাদিত সবজি শহরের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য জেলাতেও রপ্তানি করা হচ্ছে। নানা ধরনের ব্যবসার পাশাপাশি তারা এসব ছোট ছোট কৃষি খামার গড়ে তুলেছেন। কেউ ছোট ছোট পুকুর খনন করে নিজেদের মাছের চাহিদা মিটিয়ে শহরের মানুষদের চাহিদা মেটাচ্ছেন। ফলে এই শহরের মানুষ পাচ্ছেন নিরাপদ সবজির স্বাদ। পাচ্ছেন টাটকা ফর্মালিন মুক্ত মাছ। এতে গ্রাহকরা খুশি হলেও সরকারি সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন চাষিরা । করোতোয়া নদী বেষ্টিত কয়েকশ একর জমিতে এসব খামার গড়ে তুলেছেন চাষিরা। খামারে নানা ধরনের শাক-সবজি ও মাছ উৎপাদন করছেন তারা। শহরের কয়েক কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে এসব শাক-সবজি আর মাছের খামার। রামের ডাঙ্গা, জালাসী, তুলার ডাঙ্গা, কামাতপাড়াসহ কয়েকটি এলাকার প্রায় আড়াই হাজার কৃষক এসব সবজি আবাদ করছেন। কামাতপাড়া এলাকার চাষি নাজিম উদ্দিন আহমেদ জানান, গত কয়েক মাসে তিন একর জমিতে সবজি চাষ করে তিনি প্রায় ২ লাখ টাকা আয় করেছেন। আরও ৫ লাখ টাকা আয় করবেন বলে তিনি আশা করছেন। এ ছাড়া শহরের আশপাশেই গড়ে উঠেছে অর্ধশতাধিক মাছের খামার। রাজনগর এলাকার গোলাম রাব্বানী বানী প্রিন্টিং ব্যবসার পাশাপাশি শহরের উপকণ্ঠে গড়ে তুলেছেন মাছের খামার। তিনি জানান, নিরাপদ মাছ চাষ করে তিনি ভালো আয় করছেন। পাশাপাশি শহুরে নাগরিকদের জন্য টাটকা মাছ সরবরাহ করতে পারছেন। তবে জেলার মৎস্য অধিদফতর থেকে তারা কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। পঞ্চগড় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন জানান, শহরের উপকণ্ঠে এই সবজি চাষ করে চাষিরা যেমন লাভবান হচ্ছেন তেমনি শহুরে নাগরিকরা টাটকা শাক-সবজি পাচ্ছেন। আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক এই কৃষকদের নানা ধরনের সহায়তা এবং পরামর্শ দেওয়া হচ্ছে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল