উত্তরের জেলা শহর পঞ্চগড়। এই শহরের চারপাশে ১৫ মিনিটের হাঁটা পথ পার হলে চোখে পড়বে ছোট বড় শাক-সবজির খেত খামার আর পুকুর। চোখে পড়বে বিভিন্ন প্রকারের শাক, শিম, আলু, বরবটি, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ নানা ধরনের সবজির মাঠ। এই সবজি চাষিরা সবাই পঞ্চগড় শহরে বাস করেন। গত কয়েক বছর ধরে এখানকার উৎপাদিত সবজি শহরের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য জেলাতেও রপ্তানি করা হচ্ছে। নানা ধরনের ব্যবসার পাশাপাশি তারা এসব ছোট ছোট কৃষি খামার গড়ে তুলেছেন। কেউ ছোট ছোট পুকুর খনন করে নিজেদের মাছের চাহিদা মিটিয়ে শহরের মানুষদের চাহিদা মেটাচ্ছেন। ফলে এই শহরের মানুষ পাচ্ছেন নিরাপদ সবজির স্বাদ। পাচ্ছেন টাটকা ফর্মালিন মুক্ত মাছ। এতে গ্রাহকরা খুশি হলেও সরকারি সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন চাষিরা । করোতোয়া নদী বেষ্টিত কয়েকশ একর জমিতে এসব খামার গড়ে তুলেছেন চাষিরা। খামারে নানা ধরনের শাক-সবজি ও মাছ উৎপাদন করছেন তারা। শহরের কয়েক কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে এসব শাক-সবজি আর মাছের খামার। রামের ডাঙ্গা, জালাসী, তুলার ডাঙ্গা, কামাতপাড়াসহ কয়েকটি এলাকার প্রায় আড়াই হাজার কৃষক এসব সবজি আবাদ করছেন। কামাতপাড়া এলাকার চাষি নাজিম উদ্দিন আহমেদ জানান, গত কয়েক মাসে তিন একর জমিতে সবজি চাষ করে তিনি প্রায় ২ লাখ টাকা আয় করেছেন। আরও ৫ লাখ টাকা আয় করবেন বলে তিনি আশা করছেন। এ ছাড়া শহরের আশপাশেই গড়ে উঠেছে অর্ধশতাধিক মাছের খামার। রাজনগর এলাকার গোলাম রাব্বানী বানী প্রিন্টিং ব্যবসার পাশাপাশি শহরের উপকণ্ঠে গড়ে তুলেছেন মাছের খামার। তিনি জানান, নিরাপদ মাছ চাষ করে তিনি ভালো আয় করছেন। পাশাপাশি শহুরে নাগরিকদের জন্য টাটকা মাছ সরবরাহ করতে পারছেন। তবে জেলার মৎস্য অধিদফতর থেকে তারা কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। পঞ্চগড় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন জানান, শহরের উপকণ্ঠে এই সবজি চাষ করে চাষিরা যেমন লাভবান হচ্ছেন তেমনি শহুরে নাগরিকরা টাটকা শাক-সবজি পাচ্ছেন। আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক এই কৃষকদের নানা ধরনের সহায়তা এবং পরামর্শ দেওয়া হচ্ছে।
শিরোনাম
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
কৃষি
শহরের উপকণ্ঠে সবজি ও মাছ চাষ
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর