রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
উপজেলা নির্বাচন

তৃতীয় ধাপে আওয়ামী লীগের ১২৭ জনের মনোনয়ন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১২৭ জনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। বিকাল সাড়ে ৪টা থেকে গণভবনে অনুষ্ঠিত বৈঠক রাত সোয়া ১০টা পর্যন্ত চলে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, কাজী জাফরউল্লাহ, ড. আবদুর রাজ্জাক, ওবায়দুল কাদের, রশিদুল আলম, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক প্রমুখ উপস্থিত ছিলেন। দলের তৃণমূল নেতাদের সুপারিশ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ১২৭ প্রার্থীর নাম চূড়ান্ত করে।

দলের মনোনয়ন পেলেন যারা : রংপুর বিভাগ : রংপুরের সদরে নাছিমা জামান ববি, মিঠাপুকুরে জাকির হোসেন সরকার। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাব্বুল হোসেন, গোমস্তাপুরে হুমায়ুন রেজা, নাচোলে আবদুল কাদের, শিবগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম। খুলনা বিভাগ : মেহেরপুরের সদরে ইয়ারুল ইসলাম, মুজিবনগরে জিয়াউদ্দিন বিশ্বাস, গাংনীতে এম এ খালেক। কুষ্টিয়ার সদরে আতাউর রহমান, ভেড়ামারায় আক্তারুজ্জামান মিঠু, কুমারখালীতে আবদুল মান্নান খান, মিরপুরে কামারুল আরেফিন, খোকসায় সদর উদ্দিন খান, দৌলতপুরে এজাজ অহমেদ মামুন। চুয়াডাঙ্গার সদরে আসাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গায় জিল্লুর রহমান, দামুড়হুদায় সিরাজুল আলম ঝন্টু, জীবননগরে আবু মো. আবদুল লতিফ অমল। ঝিনাইদহের সদরে আবদুর রশিদ, শৈলকুপায় নায়েব আলী জোয়ার্দ্দার, হরিণাকুন্ডে  মশিউর রহমান জোয়ার্দ্দার, কালীগঞ্জে জাহাঙ্গীর সিদ্দিক। মাগুরায় মুহম্মদপুরে আবদুল মান্নান, সদরে আবু নাসির বাবলু, শ্রীপুরে পঙ্কজ কুমার সাহা, শালিখায় শ্যামল কুমার দে। নড়াইলের সদরে নিজামউদ্দিন খান নিলু, কালিয়ায় কৃষ্ণপদ ঘোষ, লোহাগড়ায় রাশিদুল বাসার ডলার। সাতক্ষীরায় আসাদুজ্জামান বাবু, আশাশুনিতে এ বি এমডি মোস্তাকিম, শ্যামনগরে এস এম আতাউল হক, কালিগঞ্জে শেখ আতাউর রহমান, কলারোয়ায় ফিরোজ আহমেদ স্বপন, তালায় ঘোষ সনৎ কুমার, দেবহাটায় আবদুল গনি। বরিশাল বিভাগ : বরিশালের সদরে সাইদুর রহমান রিন্টু, বাকেরগঞ্জে মোহাম্মদ শামসুল আলম, বাবুগঞ্জে কাজী ইমদাদুল হক, বানারীপাড়ায় গোলাম ফারুক, উজিরপুরে আবদুল মজিদ সিকদার, গৌরনদীতে সৈয়দা মনিরুন নাহার মেরি, আগৈলঝাড়ায় আবদুর রইচ সেরনিয়াবাত, মুলাদিতে তারিকুল আহসান খান মিঠু, হিজলায় সুলতান মাহমুদ। ঝালকাঠির সদরে খান আরিফুর রহমান, নলছিটিতে সিদ্দিকুর রহমান, রাজাপুরে মোহাম্মদ মনিরুজ্জামান, কাঁঠালিয়ায় এমদাদুল হক মনির। ভোলার বোরহানউদ্দিনে আবুল কালাম। ময়মনসিংহ বিভাগ : শেরপুরের নালিতাবাড়ীতে মোশারফ হোসেন, শ্রীবর্দীতে আশরাফ হোসেন খোকা, ঝিনাইগাতীতে আবদুল্লাহ হেল ওরেজ নাঈম।ঢাকা বিভাগ : মাদারীপুরের শিবচরে শামসুদ্দিন খান, কালকিনিতে মির গোলাম ফারুক, রাজৈরে মো. আবদুল মোতালেব মিয়া, শরীয়তপুরের সদরে আবুল হাসেম তপাদার, জাজিরায় মোবারক আলী সিকদার, নড়িয়ায় এ কে এম ইসমাইল হক, ভেদরগঞ্জে মো. হমায়ুন করিব, ডামুড্যায় আলমগীর, গোসাইরহাটে সৈয়দ নাসির উদ্দিন। রাজবাড়ীর সদরে মো. সফিকুল ইসলাম, বালিয়াকান্দিতে আবুল কালাম আজাদ, গোয়ালন্দে মো. নুরুল ইসলাম, পাংশায় সফিকুল মোর্শেদ। মানিকগঞ্জের সদরে ইসরাফিল হোসেন, দৌলতপুরে নুরুল ইসলাম রাজা, ঘিওরে হাবিবুর রহমান, শিবালয়ে রেজাউর রহমান খান, হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান, সাটুরিয়ায় আবদুল মজিদ ফটো, সিংগাইরে মো. শহিদুর রহমান। গাজীপুরের কাপাসিয়ায় আমানত হোসেন খান, কালিয়াকৈরে রেজাউল করিম, শ্রীপুরে আবদুল জলিল, কালিগঞ্জে মোয়াজ্জেম হোসেন। নরসিংদীর সদরে আফতাব উদ্দিন ভুইয়া, পলাশে সৈয়দ জাবেদ হোসেন, শিবপুরে হারুনুর রশিদ খান, মনোহরদীতে সাইফুল ইসলাম খান, বেলাবতে শমসের জামান ভুইয়া, রায়পুরায় মিজানুর রহমান। কিশোরগঞ্জের সদরে সাকাউদ্দিন আহমদ রাজন, হোসেনপুরে শাহাজান পারভেজ, কটিয়াদীতে তানিয়া সুলতানা, পাকুন্দিয়ায় রফিকুল ইসলাম রেণু, তারাইলে আজিজুল হক, করিমগঞ্জে নাসিরুল ইসলাম, ইটনায় চৌধুরী কামরুল হাসান, মিঠামইনে আছিয়া আলম, অষ্টগ্রামে শহিদুল ইসলাম, নিকলীতে কারার সাইফুল ইসলাম, বাজিতপুরে সারোয়ার আলম। চট্টগ্রাম বিভাগ : চাঁদপুরের সদরে নুরুল ইসলাম দেওয়ান, কচুয়ায় শাহজাহান, মতলব (উত্তর) এম এ কুদ্দুস, (দক্ষিণে) এইচ এম গিয়াসউদ্দিন, ফরিদগঞ্জে জাহিদুল ইসলাম, হাজীগঞ্জে গাজী মাইনুদ্দিন, শাহরাস্তিতে ফরিদুল্লাহ চৌধুরী। লক্ষ্মীপুরের সদরে আবুল কাশেম চৌধুরী, রামগঞ্জে মনির হোসেন চৌধুরী, রায়পুরে মামুনুর রশিদ, কমলনগরে এ কে এম নুরুল ইসলাম, রামগতিতে আবদুল ওয়াহেদ। চট্টগ্রামের বোয়ালখালীতে নুরুল আলম, পটিয়ায় মোতাহেরুল ইসলাম চৌধুরী, আনোয়ারায় তহিদুল হক চৌধুরী, চন্দনাইশে এ কে এম নাজিমউদ্দিন, লোহাগাড়ায় খোরশেদ আলম চৌধুরী, বাঁশখালীতে গালিব সাদলী। কক্সবাজারের সদরে কায়সারুল হক জুয়েল, পেকুয়ায় আবুল কাশেম, কুতুবদিয়ায় মোহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালীতে হোসাইন ইব্রাহিম, রামুতে রিয়াজুল আলম, উখিয়ায় হামিদুল হক চৌধুরী, টেকনাফে মোহাম্মদ আলী।

সর্বশেষ খবর