চিকিৎসকদের দায়িত্বে চরম অবহেলা এবং কর্মস্থলে অনুপস্থিতির কারণে সদ্য ১০০ থেকে আড়াইশ’ বেডে উন্নিত হওয়া বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাসেবা একবারেই ভেঙে পড়েছে। জেলার বিভিন্নস্থান থেকে প্রতিদিনই চিকিৎসার জন্য আসা রোগীরা বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন এ হাসপাতাল থেকে। কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতা ও গাফিলতির কারণেই রোগীরা সেবাবঞ্চিত থাকছেন বলে অভিযোগ উঠেছে। মূল্যবান ওষুধপত্র বাইরে পাচারের অভিযোগ রয়েছে। বিনাছুটিতেই বেশিরভাগ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকেন। চিকিৎসকদের নাকি হাত লম্বা এবং শক্ত সংগঠন আছে-তাই পত্রিকায় লিখেও কোনো লাভ নেই, যেনতেনভাবেই চলছে চিকিৎসকদের কর্মকা ,এসব দম্ভোক্তি কয়েকজন চিকিৎসকের। জেলা সদরে ২টি বেসরকারি হাসপাতাল চালু হওয়ার পর থেকেই মূলত সদর হাসপাতালের কিছু চিকিৎসকের দম্ভ বেড়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন সচেতন নাগরিকরা। জানা যায়, প্রতিদিন হাসপাতালে বিপুলসংখ্যক শিশুসহ নারী-পুরুষ চিকিৎসার জন্য আসেন। রোগীদের স্বজনরা কোনো চিকিৎসককে কর্মস্থলে না পেয়ে হতাশাগ্রস্ত হন। এমনকি কখনো কখনো বেলা ১১টা পর্যন্ত কোনো চিকিৎসকের উপস্থিতি মেলে না, এ সময় চরম ক্ষুব্ধ হয়ে উঠেন রোগীসহ তাদের স্বজনরা। বিক্ষুব্ধ রোগী ও রোগীদের স্বজনরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টাও চালায় কয়েকবার। হাসপাতাল কর্মচারীদের সঙ্গে চলে বাকবিত াও। চিকিৎসার জন্যে আসা সাগেরা বেগম, আহাম্মদ হোসেন, মনির আহাম্মদ, আইরিন বম ১২ ফেব্রুয়ারি টিকিট সংগ্রহ করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও কোনো চিকিৎসককে উপস্থিত না পেয়ে বিনা চিকিৎসায় ফিরে যান এমন অবস্থা প্রতিদিনের। হাসপাতালের কার্যতালিকা মতে প্রতিদিন গড়ে ৮ জন মেডিকেল অফিসার এবং ৫ জন কনসাল্টেন্ট উপস্থিত থাকার কথা। কিন্তু বাস্তবে জরুরি বিভাগে ১ জন, বহির্বিভাগে ১ জন এবং আন্তঃবিভাগে ১ জন করে চিকিৎসককে দেখা যায়। রোগীদের অভিযোগের ভিত্তিতে মাঝে মধ্যে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তারা হাসপাতালে যান, তবে তেমন সমাধান মিলে না। কখনো কখনো একসঙ্গে ৭ চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেন না। তারা চিকিৎসকদের অনুপস্থিতির জন্য সাময়িক সমস্যার কথা স্বীকার করে থাকেন। অভিযোগ উঠেছে,৩৩ ও ৩৪তম বিসিএস পরীক্ষা শেষে একযোগে ৩৮ জন চিকিৎসককে বান্দরবান জেলায় নিয়োগ দেওয়া হলেও তারা উচ্চ পর্যায়ে চেষ্টা-তদবিরের মাধ্যমে কথিত প্রশিক্ষণ বা ভালো জায়গায় পোষ্টিং নিয়ে চলে যায় ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই।
শিরোনাম
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন