শিরোনাম
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
বরিশাল বিশ্ববিদ্যালয়

ভিসির পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের ১৩তম দিনে গতকাল বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল পৌনে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধের ফলে গুরুত্বপূর্ণ ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ‘কারও কথায় কিংবা অন্যায় দাবির মুখে তিনি পদত্যাগ করবেন না’ বলে উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক জানিয়েছেন। গতকাল পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা পৌনে ১১টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে কর্ণকাঠি এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা মহিউদ্দিন আহমেদ শিফাত ও মো. শফিকুল ইসলাম বলেন, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাননি। কিন্তু শান্তিপূর্ণ টানা আন্দোলনের পরও কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি কর্ণপাত করছেন না। এ কারণে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফয়সাল হোসেন।

সর্বশেষ খবর