রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

তিনজন নিহত বন্দুকযুদ্ধে

প্রতিদিন ডেস্ক

কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপ মামলার এক আসামি এবং মাদক মামলার দুই আসামি নিহত হয়েছেন। গতকাল মেহেরপুরের গাংনী ও কক্সবাজার শহরে এ ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিবরণ-

মেহেরপুর : গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপকারী ও ধর্ষণ মামলার আসামি কাজল পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাংনীর গাড়াডোব-আমঝুপি সড়কের একটি বাঁশবাগানে       এ ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সাহা জানান, ধর্ষণ মামলার আসামি কাজল দীর্ঘদিন ধরে একই উপজেলার ধলা গ্রামে পলাতক ছিলেন। সেখানে একটি মেয়ের ওপর তার কুনজর পড়ে। মেয়েটি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত বুধবার বিকালে সে মেয়েটির মুখে অ্যাসিড নিক্ষেপ করে। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করতে যায়। গাড়াডোব গ্রামের একটি বাঁশবাগানের কাছে পৌঁছালে সন্ত্রাসীদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ ঘটে। এতে কাজল নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। কাজলের বিরুদ্ধে গাংনী থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। কক্সবাজার : কক্সবাজার শহরে কথিত বন্দুকযুদ্ধে একজন, ও টেকনাফে দুই দলের গোলাগুলিতে আরেকজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুজনই মাদক ব্যবসায়ী। সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, গতকাল ভোরের দিকে কক্সবাজার শহরের কলাতলীর কাটাপাহাড় এলাকা থেকে পুলিশ গুলিবিদ্ধ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশসহ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গতকাল ভোরের দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুদু মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সর্বশেষ খবর