বুধবার, ১৫ মে, ২০১৯ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনে কবি হেনরী স্বপন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ডিজিটাল নিরাপত্তা আইনে কবি হেনরী স্বপন গ্রেফতার

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কবি ব্লগার হেনরী স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে নগরীর চৌমাথা এলাকার খ্রিস্টান কলোনির গোলপুকুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে পুলিশ। আদালতের বিচারক শামীম আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গতকাল সকাল সাড়ে ১১টায় বরিশাল ক্যাথলিক চার্চের ধর্ম যাজক লাকাভালিয়ের গোমেজ বাদী হয়ে হেনরী স্বপনসহ তিনজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলো নগরীর সার্কুলার রোডের খ্রিস্টান সম্প্রদায়ের আলফ্রেড সরকার এবং তার ভাই জুয়েল সরকার। কোতোয়ালি থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, মামলার বাদী বরিশাল ক্যাথলিক চার্চের ধর্ম যাজক লাকাভালিয়ের গোমেজ মামলার আসামিদের বিরুদ্ধে খ্রিস্টান ধর্ম যাজকসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগ করেন।

যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। দীর্ঘদিন ধরে হেনরী স্বপন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অশালীন মন্তব্য করে আসছেন। তাকে এ বিষয়ে সতর্ক করার পরও তিনি পুনরায় একইভাবে প্রচারণা চালানোয় গতকাল এই মামলা দায়ের করেন ধর্ম যাজক।

সর্বশেষ খবর