শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লা ও টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা ও টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে গতকাল দুই মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় কিছু অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। গতকাল ভোর রাতে জেলার আদর্শ সদর উপজেলার সাতরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল আদর্শ সদর উপজেলার সাতরা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল  থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, ৩টি কার্তুজ এবং ৬৫২ পিস ইয়াবা উদ্ধার করেছে। কোতোয়ালি মডেল থানার ওসি  মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহত শহিদুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ১২টি মামলা রয়েছে। কক্সবাজার : টেকনাফের সাবরাং বেড়িবাঁধ এলাকায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানের সময় মাদক চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. সিরাজ (২৭) নামে এক ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। এ সময় দুই বিজিবি ও দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। নিহত পাচারকারী সাবরাং আচারবুনিয়া এলাকার ফজল আহমদের ছেলে। টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জমাদ্দার বলেন, বুধবার সন্ধ্যায় বিজিবি অভিযান চালিয়ে সিরাজকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। পরে গভীর রাতে সিরাজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে বিজিবি ও পুলিশ অভিযান পরিচালনা করে। তখন ইয়াবা পাচারকারীরা টহল দলের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এ সময় যৌথ বাহিনী আত্মœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ৫-৭ মিনিট গুলি বিনিময় হয়। এ সময় সিরাজ গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ২টি বন্দুক (এলজি), ৫০ হাজার ইয়াবা, ১২ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। আহত সিরাজকে ভোর রাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর