মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

বৃক্ষমেলায় নানা আকর্ষণ

শেকৃবি সংবাদদাতা

বৃক্ষমেলায় নানা আকর্ষণ

রাজধানীর আগারগাঁয়ে বাণিজ্য মেলার মাঠে চলছে বৃক্ষ মেলা ও পরিবেশবান্ধব প্রযুক্তি মেলা। বৃক্ষ মেলার স্টলগুলো নানা প্রকার গাছ, বনসাইয়ে ভরপুর। গাছপ্রেমী নানা বয়সের মানুষ সকাল থেকে সারা দিন ভিড় করে এ মেলায়। মৌসুমি ফলের বিশেষ করে নানা জাতের আম ঝুলছে বৃক্ষ মেলার গাছে। এ মেলা চলছে মাসব্যাপী। এ ছাড়া একই স্থানে পরিবেশবান্ধব বিভিন্ন আবিষ্কার, পদ্ধতি ও প্রযুক্তির পসরা সাজিয়ে রাজধানীর আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে জমে উঠেছে পরিবেশ মেলা। ২০ জুন থেকে শুরু হওয়া এ মেলায় পরিবেশ সংরক্ষণের নানা কৌশল নিয়ে সরকারি-বেসরকারি ৬০টি প্রতিষ্ঠানের মোট ১০০টি স্টল অংশ নিয়েছে। মেলায় পরিবেশ সচেতন দর্শনার্থীদের পাশাপাশি উদ্যোক্তাদের ভিড় ও আগ্রহ লক্ষ্য করা গেছে সবচেয়ে বেশি। ভবন নির্মাণে পরিবেশবান্ধব ইট ও সেই ইট বানানোর  কৌশল সংবলিত প্রযুক্তি নিয়ে স্টল সাজিয়েছে কনকর্ড ও অনন্যা ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড। তারা এই ইটগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘অটো ব্রিক্স ও ব্লক’ নামে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর