শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

নিউইয়র্কে দুই ছিনতাইকারীকে ধরলেন বাংলাদেশিরা

প্রতিদিন ডেস্ক

সম্মিলিত প্রতিরোধে সংঘবদ্ধ ছিনতাইকারীদের ধাওয়া করে ছিনতাইকৃত ফোন উদ্ধারের পাশাপাশি দুই দুর্বৃত্তকে পুলিশে দিলেন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভাররা। গত ২৫ জুলাই ভোর রাত ৩টার দিকে নিউইয়র্ক সিটির ম্যানহাটানে লেক্সিংটন এভিনিউ এবং  ২৮ স্ট্রিটে বিশ্রামরত ড্রাইভারদের এ ভূমিকার প্রশংসা করছেন এলাকাবাসীসহ ভিনদেশি পথচারীরাও। খবর : এনআরবি নিউজের। উবার চালক আমিনুর রহমান রাজ জানান, ৫ তরুণীসহ ১০/১২ তরুণের ছিনতাইকারী দল প্রতিদিনই মধ্যরাতে রাস্তায় নামেন। তারা ট্যাক্সি ড্রাইভারসহ পথচারীদের ফোন, নগদ অর্থ ছিনতাই করেন। নির্জন স্থানে তারা ওঁৎ পেতে থাকেন। ওইদিন তাদের কবলে পড়েন ইয়েলো ট্যাক্সি ড্রাইভার আহসান হাবিব (৪৪)। থার্ড এভিনিউ এবং ২৮ স্ট্রিটে তাকে এক তরুণ ধাক্কা দেয়। ফলে তিনি রাস্তায় পড়ে কিছুটা আহত হলেও নিজেকে সামলে নিয়ে নিকটস্থ ক্বারি অ্যান্ড হারি রেস্টুরেন্টের দিকে দৌড় দেন। সেখানে ২০/২৫ জন ট্যাক্সি ড্রাইভার আড্ডা দিচ্ছিলেন। আহসানের কাছে সবকিছু শুনে তারা সবাইকে দলবদ্ধ হবার আহ্বান জানান। এক ছিনতাইকারী আহসানের পিছু নিয়েছিল, প্রথমে তাকে পাকড়াও করা হয়। এরপর আরও কয়েক ছিনতাইকারী তেড়ে আসে তাকে ছাড়িয়ে নিতে। কিন্তু ট্যাক্সি ড্রাইভাররা নারাজ। এক পর্যায়ে আরেকজনকে জাপটে ধরেন বাংলাদেশিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত দুই দুর্বৃত্তের মাধ্যমে অন্যদের পাকড়াওয়ের চেষ্টা করছে নিউইয়র্কের পুলিশ।

সর্বশেষ খবর