শিরোনাম
শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
নারী শিশু নির্যাতন প্রতিরোধে বিএনপির কমিটি

আহ্বায়ক সেলিমা রহমান সদস্য সচিব নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক

নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ার লক্ষ্য নিয়ে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ নামে জাতীয় কমিটি গঠন করেছে বিএনপি। ৬১ সদস্যের এই কমিটির আহ্বায়ক হচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আহ্বায়ক কমিটির পাশাপাশি একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। যার প্রধান হচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সদস্যরা হলেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় নবগঠিত সংগঠনের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। তিনি বলেন, আজকে নারী ও শিশুদের যে ভয়াবহ চিত্র বাংলাদেশে- সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারছে না। ধৈর্য ও সহ্য সীমা অনেক আগেই চলে গেছে। এ জন্য বিএনপি তার দায়িত্ববোধ থেকে উদ্যোগ গ্রহণ করেছে। দলের একটি অংশকে নারী ও শিশু অধিকার ফোরামের সঙ্গে সমন্বয় করে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি অঞ্চলে এই কমিটি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আকস্মিকভাবে বা দুর্ঘটনায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে তাৎক্ষণিক উপস্থিত হয়ে করণীয় নির্ধারণ করে তাদের আইনি সহায়তাসহ সব কিছু আমরা নিশ্চিত করার চেষ্টা করব। সেলিমা রহমান বলেন, ‘বর্তমান নারী ও শিশুদের ওপর ভয়াবহ অনাচার-দুরাচারের বিরুদ্ধে এটি আমাদের একটি সামাজিক আন্দোলন।’ নবগঠিত ‘নারী ও শিশু অধিকার ফোরামে’র আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আজিজুল বারী হেলাল, আমিনুল হক, রাশেদা বেগম হীরা, মীর সরফত আলী সপু, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, হাবিবুল ইসলাম হাবিব,  মোসাদ্দেক হোসেন বুলবুল, লুৎফর রহমান কাজল, আফরোজা আব্বাস, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, ফাহিমা নাসরিন মুন্নী, দীপেন দেওয়ান, মোস্তাফিজুর রহমান বাবুল, রফিকুল ইসলাম, বেবী নাজনীন, মনিরুজ্জামান মনি, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন, মীর রবিউল ইসলাম লাবলু, খান রবিউল ইসলাম রবি, এ কে এম রফিকুল ইসলাম, একরামুল হক বিপ্লব, সিমকি ইমাম খান, মশিউর রহমান বিপ্লব, লায়লা বেগম, সাইফুল ইসলাম, রুমানা মাহমুদ, কনক চাঁপা, এলবার্ট পি কস্টা, আবদুল খালেক, আবু সেলিম চৌধুরী, এস এ সিদ্দিক সাজু, ইশরাক  হোসেন, জাহেদুল আলম হিটো, মাহবুব আলমগীর আলো, রেজাউল হাসান কয়েস লোদি, নুরুল হক, লিটন আকন্দ, সাজ্জাদ হোসেন লাবলু, সাঈদ আহমেদ, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, রাশেদা ওয়াহিদ মুক্তা, শামীমা আকবর, তরুণ দে, রফিকুল ইসলাম জামাল, শাহ আহমেদ  মোজাম্মেল চৌধুরী, শামসুন্নাহার পান্না, আরিফা সুলতানা রুমা, শামীমা আক্তার শাম্মী, মঞ্জুর এলাহী, আসিফ আলতাফ, সাদিয়া হক, রফিকা আফরোজ, দেওয়ান মাহমুদা আক্তার লিটা ও রিটা আলী।

সর্বশেষ খবর