রাস্তায় পড়ে থাকা মরদেহটি কেউ একজন পুরনো একটি গামছা দিয়ে ঢেকে দিয়েছেন। মরদেহ ছোট্ট হওয়ায় একটি গামছা দিয়েই পুরোটা ঢেকে দেওয়া গেছে। পাশেই পড়েছিল স্কুলব্যাগ। লাশটি একটি স্কুলের শিশুশিক্ষার্থী সাত বছরের রিফাতের। ব্যাগটি তারই। স্কুল শেষে বাড়ির দিকে রওনা দিয়েছিল সে। বালুবোঝাই একটি ট্রাক তাকে বাড়ি ফিরতে দেয়নি। নিহত রিফাত হাসান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার কৃষক রতন মিয়ার ছেলে। সে শান্তিপুর কালা মার্কেট এলাকায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গতকাল বেলা ১১টার দিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে শান্তিপুর কালা মার্কেট এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ট্রাকচাপায় রিফাত ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত হাসান স্কুল ছুটি শেষে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। শান্তিপুর কালা মার্কেট এলাকায় এলে দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে ঢাকার উদ্দেশে বালু নিয়ে আসা একটি ট্রাক রিফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটিকে জব্দ করলেও ট্রাকের চালক ও চালকের সহকারী দৌড়ে পালিয়ে যায়। রিফাত নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনাস্থলে প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন জানান, গত মার্চ থেকে চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত ছয় মাসে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বালুবোঝাই ট্রাক ও লরির চাপায় অন্তত আটজন নিহত হয়েছে। এর মধ্যে তিনজন স্কুলছাত্র। গত জুলাই মাসে রাকিব হাসান নামের কৃষ্ণের চর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র টিউশন শেষে বাড়ি ফেরার পথে একই স্থানে মারা যায়। প্রতিদিন এই সড়ক দিয়ে বালুবোঝাই দুই হাজারের মতো ট্রাক ও লরি বেপরোয়াভাবে চলাচল করে।
শিরোনাম
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
ট্রাকের ধাক্কায় নিহত স্কুলছাত্র
বাড়ি ফেরা হলো না রিফাতের
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর