রাস্তায় পড়ে থাকা মরদেহটি কেউ একজন পুরনো একটি গামছা দিয়ে ঢেকে দিয়েছেন। মরদেহ ছোট্ট হওয়ায় একটি গামছা দিয়েই পুরোটা ঢেকে দেওয়া গেছে। পাশেই পড়েছিল স্কুলব্যাগ। লাশটি একটি স্কুলের শিশুশিক্ষার্থী সাত বছরের রিফাতের। ব্যাগটি তারই। স্কুল শেষে বাড়ির দিকে রওনা দিয়েছিল সে। বালুবোঝাই একটি ট্রাক তাকে বাড়ি ফিরতে দেয়নি। নিহত রিফাত হাসান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার কৃষক রতন মিয়ার ছেলে। সে শান্তিপুর কালা মার্কেট এলাকায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গতকাল বেলা ১১টার দিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে শান্তিপুর কালা মার্কেট এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ট্রাকচাপায় রিফাত ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত হাসান স্কুল ছুটি শেষে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। শান্তিপুর কালা মার্কেট এলাকায় এলে দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে ঢাকার উদ্দেশে বালু নিয়ে আসা একটি ট্রাক রিফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটিকে জব্দ করলেও ট্রাকের চালক ও চালকের সহকারী দৌড়ে পালিয়ে যায়। রিফাত নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনাস্থলে প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন জানান, গত মার্চ থেকে চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত ছয় মাসে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বালুবোঝাই ট্রাক ও লরির চাপায় অন্তত আটজন নিহত হয়েছে। এর মধ্যে তিনজন স্কুলছাত্র। গত জুলাই মাসে রাকিব হাসান নামের কৃষ্ণের চর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র টিউশন শেষে বাড়ি ফেরার পথে একই স্থানে মারা যায়। প্রতিদিন এই সড়ক দিয়ে বালুবোঝাই দুই হাজারের মতো ট্রাক ও লরি বেপরোয়াভাবে চলাচল করে।
শিরোনাম
- চার দিনের মধ্যে লঘুচাপের শঙ্কা, হতে পারে ঘূর্ণিঝড়ও
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ অক্টোবর)
- যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
- ট্রাম্পের লক্ষ্য: আফগান-পাকিস্তান সংঘাত সমাধান হবে ‘নম্বর ৯’
- ওমানে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে ফিরল
- অ্যাপল উন্মোচন করলো নতুন আইপ্যাড প্রো এম৫
- আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের