প্রতিবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী দাবি করার হিড়িক পড়েছে। ইতিমধ্যে কয়েকশ ব্যক্তি যুক্তরাষ্ট্র যাওয়ার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার দাবি করেছেন। প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন ১১২ জন। এর মধ্যে রয়েছেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকতা-কর্মচারী, তার নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখতে কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র যাওয়া অগ্রবর্তী দল এবং মিডিয়ার প্রতিনিধি দল। তবে নিজ খরচে যুক্তরাষ্ট্রে এফবিসিসিআইর প্রতিনিধি দলের সদস্য হওয়া ব্যক্তিদের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে ভিসাপ্রাপ্তিসহ বিভিন্ন কারণে। ব্যবসায়ীদের এই বহর মূল সফরসঙ্গীর সংখ্যারও বেশি। এবার ১১৫ জন ব্যবসায়ী প্রধানমন্ত্রীর সফরের সময়টাতেই যুক্তরাষ্ট্রে গিয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিজেদের উল্লেখ করার সুযোগ পেয়েছেন। শতাধিক মানুষের এই বহরে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সংখ্যা হাতে গুনতে হয়। বিভিন্ন ঝটিকা ব্যবসা করে অর্থ উপার্জন করা দোকানমালিকও আছেন ব্যবসায়ীদের প্রতিনিধি দলে। অবশ্য প্রতিবছর এ ধরনের ব্যবসায়ীদের সফরসঙ্গী করে কী লাভ হচ্ছে তা নিয়েই রয়েছে প্রশ্ন। প্রকৃতপক্ষে এ বছর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও রয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ (সজীব ওয়াজেদ জয়), বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় কমিটির সভাপতি ফারুক খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ জন কর্মকর্তা। এ বছর বিশিষ্ট ব্যক্তি হিসেবে সফরসঙ্গী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ড. আবদুস সোবহান গোলাপ, সাবের হোসেন চৌধুরী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, চট্টগ্রাম উত্তরের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ, মাদারীপুর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সিরাজুল হক ফরাজী, সরিষাবাড়ী আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরউদ্দিন, মডেল ফয়সাল, অভিনেতা শাকিল খান, তারিন, মীর সাব্বির ও মাহফুজ, যুব মহিলা লীগের সহ-ক্রীড়া সম্পাদক নাজমা রত্না, জন্মাষ্টমী উদ্্যাপন পরিষদের গৌরাঙ্গ দে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, গোপালগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাহিদুর রহমান শিরু, রংপুর আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন, যুব মহিলা লীগের সহ-সভাপতি শামীমা চৌধুরী এবং কে এম এন মন্জুরুল হক। গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে সফরসঙ্গী হয়েছেন মোল্লা জালাল, কাজী রাশিদুল হক পাশা, ফারজানা রুপা ও সুভাষ সিংহ রায়। এ ছাড়া সফরসঙ্গীর তালিকায় রয়েছেন পররাষ্ট্র সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১২ কূটনীতিক, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ১২ সচিব ও কর্মকর্তা, অগ্রগামী ও সঙ্গে থাকা নিরাপত্তা দলের ২৫ সদস্য, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ১৪ সাংবাদিক ও কর্মকর্তা।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ১১২ জন
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর