ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া লাইভ সাক্ষাৎকারে ড. মাহবুবের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য উপস্থাপন করায় তিনি এ মামলা দায়ের করেছেন। এ মামলার প্রতিবাদে গতকাল দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন ২টার বাসে কুষ্টিয়া-ঝিনাইদহগামী শিক্ষক-শিক্ষার্থীরা। গত ২৩ সেপ্টেম্বর ডিবিসি নিউজে ‘মানচিত্র : বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা’ বিষয়ক লাইভ সাক্ষাৎকার দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন। সাক্ষাৎকারে লালন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্রশিবিরের নেতৃত্ব দিতেন বলে উল্লেখ করেন। তবে ড. মাহবুব ইবির ছাত্র ছিলেন না। এ ছাড়া ড. মাহবুবরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাণিজ্যের মূলহোতা, শিক্ষার্থীদের হুমকিদাতা, ছাত্রলীগের ওপর গুলিবর্ষণের নির্দেশদাতা বলে অভিযোগ করেন লালন। এ ঘটনায় গত ১৭ অক্টোবর কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইবি আমলি আদালতে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান মামলা দায়ের করেন। তিনি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনকে মামলার প্রধান বিবাদী করে দ বিধির ৫০০/৫০১/৫০২ ধারা মোতাবেক মামলা দায়ের করেন। এর আগে ড. মাহবুব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি বরাবর অভিযোগ করে বিচারের দাবি জানান। এ মামলা প্রত্যাহার ও মামলাকারী শিক্ষককে সব প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেয়। পরে ছাত্রলীগ নেতারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। উপাচার্য অভিযুক্ত ছাত্র ও অভিযোগকারী শিক্ষকের সঙ্গে বসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে প্রায় আধা ঘণ্টা পর ছাত্রলীগ নেতারা প্রধান ফটক থেকে তালা খুলে নেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ছাত্র ও শিক্ষকের মাঝে যে মামলার ঘটনা ঘটেছে তা তাদের ব্যক্তিগত। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বসার ব্যবস্থা করব।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২
- বিদেশি অপরাধী ঠেকাতে থাইল্যান্ডে ভিসা যাচাইয়ে নতুন কড়াকড়ি
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীতে নৌ-র্যালি
- আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে : অ্যাটর্নি জেনারেল
- একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলার জের
ইবির প্রধান ফটকে তালা
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর