ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া লাইভ সাক্ষাৎকারে ড. মাহবুবের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য উপস্থাপন করায় তিনি এ মামলা দায়ের করেছেন। এ মামলার প্রতিবাদে গতকাল দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন ২টার বাসে কুষ্টিয়া-ঝিনাইদহগামী শিক্ষক-শিক্ষার্থীরা। গত ২৩ সেপ্টেম্বর ডিবিসি নিউজে ‘মানচিত্র : বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা’ বিষয়ক লাইভ সাক্ষাৎকার দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন। সাক্ষাৎকারে লালন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্রশিবিরের নেতৃত্ব দিতেন বলে উল্লেখ করেন। তবে ড. মাহবুব ইবির ছাত্র ছিলেন না। এ ছাড়া ড. মাহবুবরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাণিজ্যের মূলহোতা, শিক্ষার্থীদের হুমকিদাতা, ছাত্রলীগের ওপর গুলিবর্ষণের নির্দেশদাতা বলে অভিযোগ করেন লালন। এ ঘটনায় গত ১৭ অক্টোবর কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইবি আমলি আদালতে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান মামলা দায়ের করেন। তিনি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনকে মামলার প্রধান বিবাদী করে দ বিধির ৫০০/৫০১/৫০২ ধারা মোতাবেক মামলা দায়ের করেন। এর আগে ড. মাহবুব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি বরাবর অভিযোগ করে বিচারের দাবি জানান। এ মামলা প্রত্যাহার ও মামলাকারী শিক্ষককে সব প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেয়। পরে ছাত্রলীগ নেতারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। উপাচার্য অভিযুক্ত ছাত্র ও অভিযোগকারী শিক্ষকের সঙ্গে বসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে প্রায় আধা ঘণ্টা পর ছাত্রলীগ নেতারা প্রধান ফটক থেকে তালা খুলে নেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ছাত্র ও শিক্ষকের মাঝে যে মামলার ঘটনা ঘটেছে তা তাদের ব্যক্তিগত। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বসার ব্যবস্থা করব।
শিরোনাম
- বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
- নবীনগরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- মানিকগঞ্জে অবশেষে ধরা পড়লো বিশাল আকৃতির সেই কুমির
- আইসিসিবিতে চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী
- শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
- ডায়াবেটিস-হৃদ্রোগীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হতে পারে মার্কিন ভিসা
- ক্লিনিক্যাল বর্জ্যে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রংপুর নগরবাসী
- বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র
- চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের
- অস্ট্রেলিয়ার কাছে বড় হারে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা
- গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল ২৮২০ কৃষক
- লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল
- ঢাকার আকাশ সন্ধ্যা পর্যন্ত মেঘলা থাকতে পারে
- বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনায় ম্যাঁখাে
- বগুড়ায় জমজমাট নির্বাচনি প্রচারণা
- ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলার জের
ইবির প্রধান ফটকে তালা
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর