রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদকে পুকুরে নিক্ষেপ করার ঘটনায় কারিগরি শিক্ষা অধিদফতরে তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। বৃহস্পতিবার অধিদফতরের মহাপরিচালক রওনক মাহমুদের কাছে প্রতিবেদনটি জমা দেয় কমিটি। তবে সিসি টিভির ফুটেজে চিহ্নিত হওয়া ১০ ছাত্রলীগ নেতা-কর্মীর কেউ এখনো গ্রেফতার হয়নি। শিক্ষকদের তিন দিনের আলটিমেটামও শেষ হয়েছে। কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক রওনক মাহমুদ জানান, সরেজমিন তদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে কমিটির প্রধান প্রতিবেদন জমা দিয়েছেন। এটি সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হবে। সেখান থেকেই এ ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করে দেওয়া হবে। কমিটি কোনো সুপারিশ করেছে কি না জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘সুপারিশ তো অবশ্যই করেছে। তবে এটা আমার পর্যায় থেকে প্রকাশ করা যাবে না। সরকারের আরও উচ্চপর্যায় প্রকাশ করবে।’ উল্লেখ্য, গত ২ নভেম্বর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে টেনেহিঁচড়ে ক্যাম্পাসের ভিতরের একটি পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। পলিটেকনিক ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভকে নিয়মের বাইরে গিয়ে পরীক্ষায় বসার সুযোগ না দেওয়ার কারণে এ কা- ঘটানো হয়। এ ঘটনায় সেদিনই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কারিগারি শিক্ষা অধিদফতর। কমিটির প্রধান হিসেবে ছিলেন কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (পিআইডব্লিউ) এসএম ফেরদৌস আলম। অন্য দুই সদস্য হলেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) ড. নুরুল ইসলাম এবং রাজশাহী মহিলা পলিকেনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক। তারা দুই দিন ক্যাম্পাসে অবস্থান করে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুকুরের পানির গভীরতা পরীক্ষা করেন। তদন্ত কমিটির প্রধান এস এম ফেরদৌস আলম বলেন, ‘তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে জমা দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিন দিনের মধ্যে সেটা সম্ভব হয়নি। তাই এক দিন সময় বৃদ্ধি করা হয়। এরপর বৃহস্পতিবার বিকালেই আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।’ তবে প্রতিবেদন সম্পর্কে কোনো তথ্য জানাতে চাননি কারিগরি শিক্ষা অধিদফতরের এ কর্মকর্তা।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল