মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা পাসপোর্ট তৈরি চক্রের হোতার অফিসে অভিযান

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে দেওয়া চক্রের হোতা আতিকুর রহমানের সন্ধানে তার অফিসে অভিযান চালিয়েছে র‌্যাব। গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে রাজধানীর  বাসাবোর নাভানা টাওয়ারে তার অফিসে অভিযান শুরু হয়। সেখান থেকে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট ও টাকা জব্দ করা হয়। র‌্যাব-২-এর সিপিসি-৩ সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির জন্য জন্ম সনদ ও ভোটার আইডি কার্ড করে দেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এরমধ্যে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের দেওয়া তথ্যানুযায়ী- চক্রের হোতা আতিকুর রহমান। তিনি আজিজিয়া ট্রাভেলিং ইন্টারন্যাশনালের মালিক। নাভানা টাওয়ারে তার অফিসে রোহিঙ্গাদের নামে তৈরি করা বিপুল পরিমাণ জাল পাসপোর্ট ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। আতিকুর রহমানের ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে গতকাল ৭০ লাখ টাকা ট্রান্সফার করা হয়। একই ব্যাংকে আরও ৫০ লাখ টাকার এফডিআরের কাগজপত্র পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় তার একটি বিলাসবহুল বাড়ি আছে, যার দলিলও পাওয়া গেছে। এর বাইরে কয়েকদিন আগে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ৬০ হাজার ডলার পাচারের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার এবং সিঙ্গাপুরের একটি ব্যাংকে ৬০ হাজার ডলারও পাওয়া গেছে আতিকুর রহমানের নামে। দেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি অ্যাকাউন্টেও তার নামে রয়েছে ৭০ লাখ টাকা। বাসাবো ছাড়াও মতিঝিল এলাকায় তার আরও একটি অফিসের সন্ধান পাওয়া যায়। সেখানেও অভিযান চালানো হবে বলে জানিয়েছে সিপিসি-৩ এর কমান্ডার মহিউদ্দিন ফারুকী। মতিঝিলের অভিযান শেষে সংবাদ সম্মেলন হবে বলেও জানানো হয়।

সর্বশেষ খবর