বরিশালের বানারীপাড়ার কুয়েত প্রবাসীর বাড়িতে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত অভিযোগে তার স্ত্রী মিশরাত জাহান মিশুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল। অন্যদিকে হত্যার দায় স্বীকার করে ওই দিন সন্ধ্যায় বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন অন্য দুই আসামি মিশুর পরকীয়া প্রেমিক জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদার। বিচারক মো. এনায়েত উল্লাহ জবানবন্দি গ্রহণ করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে রোমহর্ষক এ হত্যার ঘটনায় শনিবার দুপুরে জাকিরকে পুলিশ এবং ওই দিন রাতেই তার সহযোগী জুয়েল হাওলাদারকে আটক করে র্যাব-৮। পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে জাকির নির্মাণ শ্রমিকের কাজ করার সময় কুয়েত প্রবাসী হাফেজ আবদুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে যান প্রবাসীর মা মরিয়ম বেগম ও খালাতো ভাই মো. ইউসুফ। এ কারণে তাদের হত্যার পরিকল্পনা করেন জাকির ও মিশু। সে অনুযায়ী শুক্রবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঘরের প্রধান দরজা খুলে রাখেন মিশু। ওই দিন রাত ১১টার পর জাকির ও তার সহযোগী জুয়েল ওই বাসায় ঢুকে প্রথমে ইউসুফের পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তারা পাশের কক্ষে ঘুমিয়ে থাকা মরিয়ম বেগমকেও একইভাবে শ্বাসরোধে হত্যা করেন। পরে ইউসুফের লাশ তারা বাড়ির সামনে পুকুরের পানিতে ভাসিয়ে দেন এবং মরিয়মের লাশ কক্ষ থেকে বেলকনিতে নিয়ে রাখেন। এ সময় পাশের কক্ষে ঘুমিয়ে থাকা প্রবাসীর ভগ্নিপতি শফিকুল আলম ঘুমের মধ্যে কাশি দেন। শফিকুল জোড়া হত্যার বিষয়টি টের পেতে পারেন সন্দেহে তাকেও শ্বাসরোধ করে হত্যা করেন তারা। বরিশালের বানারীপাড়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেফতারকৃত কুয়েত প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকালে মিশুকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মো. মনিরুজ্জামান শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশের পর পরই তাকে বানারীপাড়া থানার উদ্দেশে নিয়ে যায় পুলিশ।
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
পরকীয়া জেনে ফেলায় বরিশালে ট্রিপল মার্ডার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর