শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, শেয়ারবাজারের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ কেন বসে আছে বোধগম্য নয়। বাজার যেখানে এসেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাতারাতি হয়তো ঠিক হবে না। কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোকে বিনিয়োগে বাধ্য করা উচিত। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে টাকা আছে। তারা বিনিয়োগ করতে পারে। বাংলাদেশ প্রতিদিনকে অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে দরপতন থামছেই না। একাধিক কর্তৃপক্ষ রয়েছে। তাদের কোনো চিন্তা আছে বলে আমার কাছে মনে হয় না। এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন বাজার স্থিতিশীল হবে না। কর্তৃপক্ষ যদি হাল ছেড়ে দেয় সেটা হবে খুবই খারাপ পদক্ষেপ। এতে যেসব বিনিয়োগকারী বাজার ছেড়ে যাবে তাদের ফেরানো কঠিন হবে। সরকারের এখন উচিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ করতে বলা। এখন যে পরিস্থিতি তাতে ব্যাংকগুলো বিনিয়োগ করলে কোনো ঝুঁকি নেই। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষ আশা করেছিল দায়িত্ববান ব্যক্তিরা শেয়ারবাজার সম্পর্কে ভালো পদক্ষেপ নেবে। কিন্তু গত এক বছর আমরা দেখলাম শুধু কথা বলছেন। কথা বললে বাজারে আস্থা ফিরবে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তাদের বাজারে নিয়ে আসা উচিত। ভারত ও পাকিস্তানে বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত। এখানে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না। এটা কর্তৃপক্ষের ওপর আস্থাহীনতার কারণে। দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, বহুজাতিক কোম্পানি যাদের শেয়ার দর কমে খুবই কম। এখন দেখছি সেসব কোম্পানির শেয়ার দর কমছে। বিনিয়োগকারীদের বড় অংশ এখন মনে করছে বিনিয়োগ ধরে রাখার মানে হচ্ছে আরও লোকসান। তাই তারা শেয়ার বিক্রি করে দিচ্ছে। বিনিয়োগ ধরে রাখার মতো তাদের ক্ষমতা কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাজার নিয়ে উদাসীনতা আরও বেশি ক্ষতি করবে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
ব্যাংকের বিনিয়োগে বাধ্য করা উচিত
-আবু আহমেদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর