শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, শেয়ারবাজারের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ কেন বসে আছে বোধগম্য নয়। বাজার যেখানে এসেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাতারাতি হয়তো ঠিক হবে না। কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোকে বিনিয়োগে বাধ্য করা উচিত। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে টাকা আছে। তারা বিনিয়োগ করতে পারে। বাংলাদেশ প্রতিদিনকে অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে দরপতন থামছেই না। একাধিক কর্তৃপক্ষ রয়েছে। তাদের কোনো চিন্তা আছে বলে আমার কাছে মনে হয় না। এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন বাজার স্থিতিশীল হবে না। কর্তৃপক্ষ যদি হাল ছেড়ে দেয় সেটা হবে খুবই খারাপ পদক্ষেপ। এতে যেসব বিনিয়োগকারী বাজার ছেড়ে যাবে তাদের ফেরানো কঠিন হবে। সরকারের এখন উচিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ করতে বলা। এখন যে পরিস্থিতি তাতে ব্যাংকগুলো বিনিয়োগ করলে কোনো ঝুঁকি নেই। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষ আশা করেছিল দায়িত্ববান ব্যক্তিরা শেয়ারবাজার সম্পর্কে ভালো পদক্ষেপ নেবে। কিন্তু গত এক বছর আমরা দেখলাম শুধু কথা বলছেন। কথা বললে বাজারে আস্থা ফিরবে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তাদের বাজারে নিয়ে আসা উচিত। ভারত ও পাকিস্তানে বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত। এখানে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না। এটা কর্তৃপক্ষের ওপর আস্থাহীনতার কারণে। দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, বহুজাতিক কোম্পানি যাদের শেয়ার দর কমে খুবই কম। এখন দেখছি সেসব কোম্পানির শেয়ার দর কমছে। বিনিয়োগকারীদের বড় অংশ এখন মনে করছে বিনিয়োগ ধরে রাখার মানে হচ্ছে আরও লোকসান। তাই তারা শেয়ার বিক্রি করে দিচ্ছে। বিনিয়োগ ধরে রাখার মতো তাদের ক্ষমতা কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাজার নিয়ে উদাসীনতা আরও বেশি ক্ষতি করবে।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ব্যাংকের বিনিয়োগে বাধ্য করা উচিত
-আবু আহমেদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর