শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, শেয়ারবাজারের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ কেন বসে আছে বোধগম্য নয়। বাজার যেখানে এসেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাতারাতি হয়তো ঠিক হবে না। কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোকে বিনিয়োগে বাধ্য করা উচিত। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে টাকা আছে। তারা বিনিয়োগ করতে পারে। বাংলাদেশ প্রতিদিনকে অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে দরপতন থামছেই না। একাধিক কর্তৃপক্ষ রয়েছে। তাদের কোনো চিন্তা আছে বলে আমার কাছে মনে হয় না। এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন বাজার স্থিতিশীল হবে না। কর্তৃপক্ষ যদি হাল ছেড়ে দেয় সেটা হবে খুবই খারাপ পদক্ষেপ। এতে যেসব বিনিয়োগকারী বাজার ছেড়ে যাবে তাদের ফেরানো কঠিন হবে। সরকারের এখন উচিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ করতে বলা। এখন যে পরিস্থিতি তাতে ব্যাংকগুলো বিনিয়োগ করলে কোনো ঝুঁকি নেই। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষ আশা করেছিল দায়িত্ববান ব্যক্তিরা শেয়ারবাজার সম্পর্কে ভালো পদক্ষেপ নেবে। কিন্তু গত এক বছর আমরা দেখলাম শুধু কথা বলছেন। কথা বললে বাজারে আস্থা ফিরবে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তাদের বাজারে নিয়ে আসা উচিত। ভারত ও পাকিস্তানে বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত। এখানে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না। এটা কর্তৃপক্ষের ওপর আস্থাহীনতার কারণে। দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, বহুজাতিক কোম্পানি যাদের শেয়ার দর কমে খুবই কম। এখন দেখছি সেসব কোম্পানির শেয়ার দর কমছে। বিনিয়োগকারীদের বড় অংশ এখন মনে করছে বিনিয়োগ ধরে রাখার মানে হচ্ছে আরও লোকসান। তাই তারা শেয়ার বিক্রি করে দিচ্ছে। বিনিয়োগ ধরে রাখার মতো তাদের ক্ষমতা কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাজার নিয়ে উদাসীনতা আরও বেশি ক্ষতি করবে।
শিরোনাম
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১