শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, শেয়ারবাজারের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ কেন বসে আছে বোধগম্য নয়। বাজার যেখানে এসেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাতারাতি হয়তো ঠিক হবে না। কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোকে বিনিয়োগে বাধ্য করা উচিত। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে টাকা আছে। তারা বিনিয়োগ করতে পারে। বাংলাদেশ প্রতিদিনকে অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে দরপতন থামছেই না। একাধিক কর্তৃপক্ষ রয়েছে। তাদের কোনো চিন্তা আছে বলে আমার কাছে মনে হয় না। এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন বাজার স্থিতিশীল হবে না। কর্তৃপক্ষ যদি হাল ছেড়ে দেয় সেটা হবে খুবই খারাপ পদক্ষেপ। এতে যেসব বিনিয়োগকারী বাজার ছেড়ে যাবে তাদের ফেরানো কঠিন হবে। সরকারের এখন উচিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ করতে বলা। এখন যে পরিস্থিতি তাতে ব্যাংকগুলো বিনিয়োগ করলে কোনো ঝুঁকি নেই। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষ আশা করেছিল দায়িত্ববান ব্যক্তিরা শেয়ারবাজার সম্পর্কে ভালো পদক্ষেপ নেবে। কিন্তু গত এক বছর আমরা দেখলাম শুধু কথা বলছেন। কথা বললে বাজারে আস্থা ফিরবে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তাদের বাজারে নিয়ে আসা উচিত। ভারত ও পাকিস্তানে বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত। এখানে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না। এটা কর্তৃপক্ষের ওপর আস্থাহীনতার কারণে। দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, বহুজাতিক কোম্পানি যাদের শেয়ার দর কমে খুবই কম। এখন দেখছি সেসব কোম্পানির শেয়ার দর কমছে। বিনিয়োগকারীদের বড় অংশ এখন মনে করছে বিনিয়োগ ধরে রাখার মানে হচ্ছে আরও লোকসান। তাই তারা শেয়ার বিক্রি করে দিচ্ছে। বিনিয়োগ ধরে রাখার মতো তাদের ক্ষমতা কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাজার নিয়ে উদাসীনতা আরও বেশি ক্ষতি করবে।
শিরোনাম
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- বাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক