টঙ্গী তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের সাদ অনুসারীদের তিন দিনব্যাপী ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব গতকাল বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে। আগামীকাল দুপুরের পূর্বে যে কোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার উভয় পর্ব। গতকাল দেশের বৃহত্তর জুমার নামাজে লাখ লাখ মুসল্লি এক সঙ্গে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ উপলক্ষে গাজীপুর, টঙ্গীসহ আশপাশ এলাকার লোকজন জামাতে অংশ নিতে যানবাহন কিংবা হেঁটে ইজতেমা ময়দানে অবস্থান নেন। তবে প্রথম পর্বের চেয়ে মুসল্লি কম হওয়ায় সড়ক ও মহাসড়কে যানজট ছিল না। মুসল্লিরা নির্বিঘ্নে ময়দানে প্রবেশ করে জুমার জামাতে শরিক হয়েছেন। দুপুর ১.৩৫ মিনিটে জুমার নামাজের পূর্বে খুতবা শুরু হয় এবং ১.৪৮ মিনিটে নামাজ শুরু হয়। জুমার নামাজ পড়ান বাংলাদেশি মুরব্বি মাওলানা মোশারফ হোসেন। জুমার নামাজের পর বয়ান করেন দিল্লি মারকাজের মুরব্বি মাওলানা চেরাগ উদ্দিন। বাদ আসর বয়ান করেন বাংলাদেশি মুরব্বি খান সাহাবুদ্দিন নাসিম, বাদ মাগরিব বয়ান করেন মদিনা নিবাসী মাওলানা ওসমান। গতকাল পর্যন্ত ৪০ দেশের প্রায় দুই হাজার বিদেশি মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। চার দিন বিরতির পর গতকাল শুরু হওয়ায় ইজতেমার দ্বিতীয় পর্বে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা। ইজতেমায় অংশ নিতে বুধবার থেকে বিচ্ছিন্নভাবে মাঠে প্রবেশ করতে শুরু করেন মুসল্লিরা। তবে বৃহস্পতিবার ভোর থেকে বিকাল পর্যন্ত আসেন সবচেয়ে বেশি মুসল্লি। তারা জেলাভিত্তিক নির্ধারিত খেত্তায় অবস্থান নেন। তাদের পদচারণায় পুরো ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। এর আগে বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের প্রাক প্রস্তুতি বয়ান। তিন দিনের এই বিশ্ব ইজতেমায় আমল, আখলাক, দুনিয়া ও আখেরাতে সুখ-শান্তির লক্ষ্যে দিন-রাত বয়ান চলবে প্রথম পর্বের মতোই। দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের সাবেক আমির ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। তবে পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী এ ইজতেমায় আসছেন না। তার জায়গায় দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের তত্ত্বাবধায়নেই পরিচালিত হচ্ছে এ পর্বের ইজতেমা। গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও তাবলিগের সাথীরা ইজতেমা ময়দানের ভিতর এবং বাইরের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ পর্বের ইজতেমায় অংশ নিতে দেশের ৬৪ জেলা থেকে সাদ অনুসারীরা ময়দানে জড়ো হয়েছেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ইজতেমায় যোগ দিতে আসা লোকজনের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেন ও বাস সার্ভিস রয়েছে। তুরাগ নদ পারাপারের জন্য সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রথম পর্বের সময়ই ভাসমান ব্রিজ তৈরি করা আছে। এদিকে ইজতেমায় আগতদের সুবিধার জন্য ময়দানের পাশে স্থাপন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এসব মেডিকেল ক্যাম্প থেকে ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে। এদিকে এরই মধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য র্যাব-পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ টাওয়ার, সিসিটিভি কাজ করছে। খিত্তায় খিত্তায় সাদা পোশাকের পুলিশ মোতায়েনসহ পুরো ময়দান সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইজতেমার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, ইজতেমা উপলক্ষে টঙ্গীসহ আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ হাজার সদস্য। নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা। চার শতাধিক সিসিটিভি ক্যামেরায় ইজতেমা ময়দান মনিটরিং হচ্ছে। ২ মুসল্লির মৃত্যু : টঙ্গীর বিশ্ব ইজতেমায় বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত ২ মুসল্লি মারা গেছেন। তারা হলেন, নরসিংদীর সুরুজ মিয়া (৬০) ও সুনামগঞ্জের কাজী আলাউদ্দিন (৬৫)। এ নিয়ে দ্বিতীয় পর্বে চার মুসল্লির মৃত্যু হয়েছে। ২০২১ সালে বিশ্ব ইজতেমা ৮ জানুয়ারি শুরু হবে প্রথম পর্ব এরপর ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব।
শিরোনাম
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
বৃহত্তম জুমার নামাজে মুসল্লির ঢল
টঙ্গী ও গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
১৬ ঘণ্টা আগে | জাতীয়