বিদেশি বিনিয়োগের মন্দা কাটেনি সদ্য বিদায়ী বছরেও। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) খসড়া হিসাব অনুযায়ী, আলোচ্য সময়ে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ২ বিলিয়ন ডলারের সামান্য বেশি, যেখানে পঞ্জিকা বছর অনুযায়ী ২০১৮ সালে দেশে বিদেশি বিনিয়োগ এসেছিল ৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার। সে হিসাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিগত বছর অনেকখানিই পিছিয়ে পড়েছে। অথচ বিদায়ী ২০১৯ সালে টার্গেট ছিল ৪ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের। ফলে ওই বছর কর্মসংস্থানেও কাক্সিক্ষত প্রবৃদ্ধি হয়নি। এর জন্য বৈশ্বিক রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি এবং চীন-আমেরিকার মধ্যকার বাণিজ্য যুদ্ধকেই দায়ী করা হয়েছে। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা আঙ্কটাড আগের বছরই বলেছিল, ২০১৯ সালে বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগ শ্লথ হবে। বছর শেষে এরই ফল পাওয়া গেছে। বিদায়ী বছরে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও তুলনামূলকভাবে বিদেশি বিনিয়োগের গতি কমেছে বলে জানা গেছে। আগামী দু-এক দিনের মধ্যেই এর চূড়ান্ত হিসাব পাওয়া যাবে বলে বিডা সূত্রে জানা গেছে। বিডার নির্বাহী সদস্য (ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রমোশন) নাভাস চন্দ্র ম-ল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রতিবছরই আমাদের একটা টার্গেট থাকে। কিন্তু বাস্তবতা থাকে ভিন্ন। কেননা বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সঙ্গে অবকাঠামোর উন্নয়ন, সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক পরিবেশ, বিনিয়োগের সুযোগ-সুবিধাসহ অন্যান্য বিষয় নির্ভর করে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অনেকগুলো বৃহৎ প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্প সমাপ্ত হলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে মনে করেন তিনি। গত বছর ১২ জুন আঙ্কটাড প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৭ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০১৮ সালে বাংলাদেশে এফডিআই এসেছিল রেকর্ড পরিমাণ ৩ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার। অথচ সদ্য বিদায়ী বছরে এসেছে মাত্র ২ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ। এদিকে বিদেশি বিনিয়োগ কমার কারণ হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে বলা হয়েছে, আগের বছর জাপান টোব্যাকো কর্তৃক ইউনাইটেড ঢাকা টোব্যাকোয় ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করায় সে বছর অধিক হারে বেড়েছিল বিদেশি বিনিয়োগ। এ বছর এ রকম কিছু না ঘটায় কম দেখাচ্ছে বিদেশি বিনিয়োগের পরিমাণ। তবে আগের বছরের তুলনায় সর্বশেষ অর্থবছরে নিবন্ধিত বিনিয়োগ প্রকল্পের সংখ্যা বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ (ডোয়িং বিজনেস) সূচকের ক্রমাবনতির কারণে বিদেশি উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে হয়রানি ভোগ করতে হয়। সহযোগিতার অভাবও রয়েছে। এ ক্ষেত্রে উন্নতি করতে না পারলে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানো কঠিন। এদিকে বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগ-সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, চলতি ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসেছে ৬০ মিলিয়ন ডলারের মতো, যা আগের বছরের একই সময়ের প্রায় সমান। এদিকে বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে উর্বর খাত হিসেবে চিহ্নিত তৈরি পোশাক ও চামড়া খাতে এ বছর বিদেশি বিনিয়োগে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। শুধু বস্ত্র ও পোশাক খাতে গত অর্থবছর শেষে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ (এফডিআই) কমেছে ৪২ শতাংশ। একই রকম পরিস্থিতি বিরাজ করছে চামড়াশিল্প খাতেও।
শিরোনাম
- বগুড়ায় পিতার লাশ আটকে রেখে সম্পত্তি আদায়
- বিনিয়োগের পরিবেশ প্রয়োজন
- স্বনামধন্য ব্যবসায়ীদের কপালেও ঋণখেলাপির তিলক
- কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে
- ‘আমরা কারাগারে নয়, কসাইখানায় ছিলাম’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ অক্টোবর)
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
মন্দা কাটেনি বিদেশি বিনিয়োগে
মানিক মুনতাসির
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম