চলতি বছর হজে যেতে যাত্রীপ্রতি বিমান ভাড়া লাগবে এক লাখ ৪০ হাজার টাকা। যা গত বছর ছিল এক লাখ ২৮ হাজার টাকা। ২০১৮ সালে ছিল এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।
গতকাল সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেন। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিনিয়র সচিব মহিবুল হক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব নেতারা উপস্থিত ছিলেন। এবার বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৭ জন পবিত্র হজ পালন করবেন। এর অর্ধেক যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। বাকি যাত্রী পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইনস।