রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কোথাও চাঁদাবাজি দখলবাজি নেই

-এ কে এম জাহাঙ্গীর, সভাপতি, বরিশাল মহানগর আওয়ামী লীগ

কোথাও চাঁদাবাজি দখলবাজি নেই

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, জেলার কোথাও চাঁদাবাজি-টেন্ডারবাজি-দখলবাজি নেই। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। বিরোধী দলগুলোর সঙ্গেও কোনো বিরোধ নেই। তিনি বলেন, প্রশাসনের কাজে কেউ হস্তক্ষেপ করে না। ২৯ ডিসেম্বরের ভোটেও প্রশাসনের কোনো সহায়তা নেওয়া হয়নি। প্রশাসন ব্যবহার করে প্রতিপক্ষ দমনের অভিযোগও সঠিক নয়। বরিশালের মানুষ ‘সিঙ্গাপুর’ খুঁজতে গিয়ে ভাঙা রাস্তা দেখছে বলে বিরোধীদের অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর বলেন, বরিশাল সিঙ্গাপুর হবে না, বরিশাল বরিশালই থাকবে। তবে পদ্মা সেতু, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ, ফোর লেন, রেললাইনসহ বড় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের চেহারা পাল্টে যাবে। হবে শিল্প জোন। তখন কর্মসংস্থান হবে লাখ লাখ মানুষের।

সর্বশেষ খবর