মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তৃণমূলের সমস্যা সাময়িক

-মেরাজ উদ্দিন মোল্লা, সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগ

তৃণমূলের সমস্যা সাময়িক

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা বলেছেন, ‘দলের ভিতরে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। কিন্তু সেই প্রতিযোগিতা যাতে নোংরামি না হয়, সেজন্য আমরা কাজ করছি। কিছুদিন আগেই সভাপতির দায়িত্ব পেয়েছি। এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। যে কারণে তৃণমূলের কোন্দল মেটাতে উদ্যোগী হতে পারছি না। তবে তৃণমূলের সমস্যা সাময়িক বলেই আমি মনে করি।’  বাংলাদেশ প্রতিদিনকে মেরাজ উদ্দিন মোল্লা আরও বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর তৃণমূলের অনেক নেতার সঙ্গে কথা বলেছি। সবাই সহযোগিতা করতে চেয়েছেন। তাদের যে সমস্যা, সেটা সাময়িক। দীর্ঘদিন দল ক্ষমতায় থাকলে নেতা-কর্মীদের চাহিদা ও প্রত্যাশা বেড়ে যায়। দলের অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে দাবি করে জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যে উন্নয়ন করেছেন, আগের কোনো সরকার সেটি করতে পারেনি। আমাদের ভরসা শেখ হাসিনা। মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে। আগামীতেও রাখবে। তিনি বলেন, ইউনিয়ন ও উপজেলা সম্মেলন না করতে পারায় অনেকে সমালোচনা করছেন। কিন্তু ইতিমধ্যে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে- সম্মেলনের প্রস্তুতির। কেন্দ্রের নির্দেশনা পেলেই সম্মেলন শুরু হয়ে যাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর