শিরোনাম
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিশুদের উচ্ছ্বাসে প্রাণবন্ত বাণিজ্য মেলা

ওলী আহম্মেদ, শেকৃবি

শিশুদের উচ্ছ্বাসে প্রাণবন্ত বাণিজ্য মেলা

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমজমাট হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বড়দের কেনাকাটার পাশাপাশি মেলায় অবস্থিত বিনোদন পার্কে শিশুদের হৈ-হুল্লোড় আর বাঁধভাঙা উল্লাস মেলায় যোগ করছে নতুন মাত্রা। শিশুদের এমন উচ্ছ্বাস প্রাণবন্ত করছে পুরো মেলা প্রাঙ্গণ। শুধু শিশু নয় কেনাকাটা শেষে পরিশ্রান্ত ক্রেতা-দর্শনার্থীরাও আসছেন বিনোদন পার্কে। সরেজমিনে দেখা যায়, পার্কে বাহারি রঙের দৃষ্টিনন্দন সাম্পানে বসে মৃদু সংগীতের তালে তালে দোল খাচ্ছে শিশুরা। কামরার ভিতরে শিশুদের নিয়ে ঝিকঝিক শব্দে চলছে ট্রেন। চরকি খাচ্ছে নাগরদোলা, সঙ্গে কানে ভেসে আসছে ভয়কে জয় করার ভীতি মিশ্রিত জয়োল্লাস। নাগরদোলায় শিশু-কিশোরদের এমন উচ্ছ্বাস মাঝে মাঝেই পুরো মেলা প্রাঙ্গণে যেন প্রাণ সঞ্চার করে। আছে শিশুদের জন্য হেলিকপ্টার, ঘোড়সওয়ার। তাদের কেউ হেলিকপ্টারে করে আকাশে উড়ছে, কেউবা সওয়ার হচ্ছে ঘোড়ার পিঠে। প্রাপ্তবয়স্কদেরও অনেকে পার্কে এসে ব্যস্ততার মাঝে ক্লান্তিকে ছুটি দিতে একান্ত সময় কাটাচ্ছেন সাম্পান কিংবা নাগরদোলায় বসে। পল্লবী থেকে বাবা-মায়ের সঙ্গে এসেছে ছোট্ট ফারহিন। অন্য সবার মতো সেও হেলিকপ্টারে উঠবে বলে বায়না ধরেছে। কিন্তু তার বাবার ভয়, হেলিকপ্টারে উঠে না জানি পরে ভয়ে কান্নাকাটি করে। অবশেষে ফারহিন উঠল হেলিকপ্টারে, নেমে এলো আকাশ জয়ের আনন্দ নিয়ে। মেলা প্রাঙ্গণের পশ্চিম প্রান্তে মিনি বিনোদন পার্কটি স্থাপন করেছে অন্তরা এন্টারপ্রাইজ।

পার্কটির দায়িত্বে থাকা রিফাত হক জানালেন, তারা মেলায় এবার ১০টি রাইডস এনেছে। রাইডস ভেদে একেকটি রাইডসে শিশুরা উপভোগ করতে পারবে ৫ থেকে ১০ মিনিট সময়। এখানে জাম্পিং রাইডসে শিশুরা খেলতে পারছে ১০ মিনিট। জাম্পিং রাইডের টিকিট মূল্য নেওয়া হচ্ছে একশ টাকা। দুটি সাম্পানের টিকিট মূল্য ৫০ টাকা। এ ছাড়া অন্যসব রাইডসে ৪০ টাকা। মেলায় জায়গা বরাদ্দ কম থাকার কারণে ইচ্ছে থাকলেও রাইডস বাড়ানো সম্ভব হয়নি বলেও জানান তিনি।

সর্বশেষ খবর