শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক

-ড. নাজমুল আহসান কলিম উল্লাহ

অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক

ঢাকা সিটির আজকের নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত চান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপ চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট চাই। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে  নির্বাচন হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী আমেজ ঢাকার সব জায়গায় বিরাজ করছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। প্রচার-প্রচারণার পরিবেশ কেমন ছিল এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, সামগ্রিক বিবেচনায় নির্বাচনের পরিবেশ ছিল অংশগ্রহণমূলক। প্রচারণায় বিপুল উৎসাহ নিয়ে প্রার্থীরা তাদের সর্বশক্তি নিয়োগ করেছেনÑ এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা মোটা দাগে ভালো বলা যায়। পুলিশ র‌্যাব, বিজিবি, আনসারসহ সবার পূর্ণ প্রস্তুতি রয়েছে। মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে। ঢাকার বাইরে থেকে মানুষকে রাজধানীতে আসতে নিরুৎসাহিত করা হয়। গণপরিবহনের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এই অবস্থায় কোনো অনিয়মের সুযোগ আছে বলে মনে হয় না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, জনগণের সমর্থন নিয়ে ঢাকার নগরপিতাদের দায়িত্ব পালন করতে হবে। আর যারা বিজয়ী হতে পারবেন না তাদের উচিত হবে বিজয়ীদের অভিনন্দন জানানো।

সর্বশেষ খবর