মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে

-মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ

জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উপজেলা ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। উপজেলা ও পৌরসভার কমিটি গঠনের পরই পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। সে জন্য কাজ করছি আমরা। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে আমরা শক্তিশালী একটি জেলা কমিটি করব। তিনি জানান, আগের কমিটির অনেকেই মারা গেছেন। তাদের স্থলে পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা বর্ণিল আয়োজনে মুজিববর্ষ উদযাপন করব। উপজেলা কমিটিগুলোও কর্মসূচি দেবে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকান্ডে র চিত্র তুলে ধরার পদক্ষেপও নিচ্ছি আমরা।’

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের দুই মাস পার হতে চললেও মেয়াদোত্তীর্ণ অন্য কমিটিগুলোর সম্মেলন করতে পারেনি তারা। মতিয়ার রহমান এ ব্যাপারে বলেন, আওয়ামী লীগ একটা বড় দল। বড় দলে মতবিরোধ, মতভিন্নতা থাকা স্বাভাবিক। তাই বলে চেন অব কমান্ড নেই তা বলা যাবে না। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন, তাদের কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। জবাব দেওয়ার পর নেত্রী তাদের ক্ষমা করে দিয়েছেন। সেই নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা বিভেদ সৃষ্টি হয়েছিল। এখন দলের ঐক্য ফেরানোর উদ্যোগ নিয়েছি। তিনি আশা করেন, তার উদ্যোগ সফল হবে। নেতাদের কারও কারও নিজস্ব বলয় সৃষ্টি প্রসঙ্গে এই নেতা বলেন, সাধারণ নেতারা নিজস্ব বলয় তৈরি করেন না। বিভিন্ন এলাকায় কোনো কোনো এমপি নিজস্ব বলয় সৃষ্টি করেন। দলে অনুপ্রবেশকারী প্রসঙ্গে তিনি বলেন, এই পূর্ণাঙ্গ কমিটিতে অনুপ্রবেশকারীদের জায়গা হবে না বরং ত্যাগীরাই স্থান পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর