শিরোনাম
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপির রাজপথে নামার অন্তরায় পুলিশ

-হাফিজুর রহমান বাবলা সাধারণ সম্পাদক, জেলা বিএনপি

বিএনপির রাজপথে নামার অন্তরায় পুলিশ

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, কেন্দ্র ঘোষিত সব কার্যক্রম যথাযথভাবে পালিত হচ্ছে। বাইরে মিছিল-মিটিং পুলিশের বাধার কারণে দলীয় কার্যালয়ের সামনেই পালন করতে হয় কর্মসূচি। মাঝে মধ্যেই দলের নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে দলীয় সভাপতির নির্দেশনায়  সাংগঠনিক ইউনিটের মিটিং ও আলোচনা সভাগুলো চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি দাবি করেন, দলে কোনো বিভেদ নেই। এ ছাড়া দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই তারেক রহমানের জন্মদিন, কোকোর মৃত্যুবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি পালিত হচ্ছে। জেলা বিএনপির অবস্থান আগের চেয়েও এখন শক্তিশালী। তবে পুলিশ বাইরে কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। পুলিশের কারণে রাজপথে জোরেশোরে কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত সময়ে সব শাখার সম্মেলন শেষ করা হবে বলে জানান তিনি। বিএনপির এই নেতা বলছেন, দলের সর্বস্তরের নেতা-কর্মী চাঙ্গা রয়েছেন। কিন্তু পুলিশের হয়রানির কারণে ঘরোয়া সভা ও বৈঠক করতে মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয় তাদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর