রাজধানীর কাফরুলে এএসআই জাহাঙ্গীর আলম (৩৫) হত্যা মামলায় পলাতক বাসচালক ও হেলপারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ। প্রায় ৮ বছর আগে একইভাবে এক নারীকে হত্যা করেছিল ওই বাসচালক। শুক্রবার রাতে গাবতলী ও পুরান ঢাকার চকবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গ্রেফতার হওয়া ওই বাসচালকের নাম গোলাম মোস্তফা (৫৫)। হেলপারের নাম মান্নান মিয়া (৫৬)। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহাদত হোসেন সুমা জানান, ৭/৮ বছর আগে বাসচালক গোলাম মোস্তফা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাজধানীর দারুস সালামে এক নারীকে চাপা দিয়ে হত্যা করে। সে সময় সে গাবতলী থেকে সায়েদাবাদ পর্যন্ত চলাচল করা ৮ নম্বর লোকাল বাসের চালক ছিল। ডিবি পুলিশ সূত্র জানায়, গত ১৮ মার্চ তালতলা পুরাতন বিমানবন্দরের ৯ নম্বর গেট থেকে ১৩ নম্বর গেট পর্যন্ত ছিনতাই রোধে দায়িত্বে ছিলেন এএসআই জাহাঙ্গীর আলম। ৯ নম্বর গেটের উত্তর পাশে ছিনতাইয়ের ঘটনায় চিৎকার শুনে তিনি দৌড়ে ছিনতাইকারীকে ধরতে যান। এ সময় দক্ষিণ দিক থেকে বেপরোয়া গতিতে আসা আলিফ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ওই বাসের নাম্বার-ঢাকা মেট্রো-ব-১১-৮৪০৪। গুরুতর অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী নাছিমা খাতুন কাফরুল থানায় একটি মামলা করেন।
শিরোনাম
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়