বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাতিল সোয়া দুই বিলিয়ন ডলারের অর্ডার

বিজিএমইএ সদস্য সাত পোশাক কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বাতিল সোয়া দুই বিলিয়ন ডলারের অর্ডার

করোনার প্রভাবে তৈরি পোশাকশিল্পে সোয়া দুই লাখ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্রয়াদেশ বাতিল হওয়ার তথ্য দিয়েছে মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ। সংগঠনটি জানিয়েছে, শ্রম আইনের বিধিমালা অনুসরণ করে মালিকরা নিজেরাই সাতটি কারখানা বন্ধ করে দিয়েছেন। বিজিএমইএর সদস্যদের জানানো হয়েছে, যদি তারা কারখানা বন্ধ করেন, তাহলে শ্রম আইনের সব বিধি মেনে কারখানা বন্ধ করতে হবে।  গতকাল সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন বিজিএমইএ পরিচালক ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম। তিনি জানান, বিকাল ৫টা পর্যন্ত ৮৪৩টি কারখানার ৬৯৭ দশমিক ৪৭ মিলিয়ন পোশাক পণ্যের অর্ডার বাতিল ও স্থগিত হয়েছে। যার মূল্য ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। এসব কারখানায় ১৪ লাখ শ্রমিক রয়েছেন।

সর্বশেষ খবর