রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
শতাধিক অ্যাকাউন্ট বন্ধের সুপারিশ

গুজবে লাইক শেয়ার দিলেও অপরাধ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বিটিআরসিকে সোশ্যাল মিডিয়ার শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছে পুলিশ। নজরদারিতে রয়েছে আরও শতাধিক অ্যাকাউন্ট। ফেসবুক কর্তৃপক্ষকেও অ্যাকাউন্টগুলো বন্ধ করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এদের মধ্যে পুলিশের অভিযানে ১৩ জন এবং র‌্যাবের অভিযানে আটজন গুজব রটনাকারী গ্রেফতার হয়েছে। এ বিষয়ে ১৩টি মামলা ও দুটি সাধারণ ডায়েরিও হয়েছে। এ বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক আনজুমান কামাল গতকাল সাংবাদিকদের বলেন, গত তিন দিন ধরে সোশাল মিডিয়ার গুজব ‘একটু বেশি হচ্ছে’। শতাধিক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের সুপারিশ করে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে এবং আরও শতাধিক অ্যাকাউন্ট নজরদারিতে রয়েছে। যারাই এ ধরনের কাজ করবে, তাদের আইনের আওতায় আসতেই হবে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, গুজব রটানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। কিছু অ্যাকাউন্ট শনাক্ত করে অপরাধীদের ধরার অভিযান চলছে। এ সময় সবাই সতর্ক করে বলেন, কোনো গুজবে কেউ লাইক বা শেয়ার করলে ওই ব্যক্তিও একই অপরাধে আপরাধী হবেন। পুলিশ সদর দফতর সূত্রে আরও জানা যায়, গুজব রটনাকারীকে শনাক্ত করতে সাইবার পেট্রোল টিম গঠন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর