শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে দফায় দফায় ভাঙচুর ও বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এর মধ্যে গতকাল টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষাভ প্রদর্শন ও ভাঙচুর চালান। এতে মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়ে সড়কে চলা মানুষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকরা জানান, বিএইচআইএস অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ গত এপ্রিলের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দেওয়ার পাঁয়তারা করছেন। বেতন না দিয়ে ঈদ বোনাস হিসেবে মাত্র ২ হাজার টাকা দেন। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানায় দফায় দফায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে মহাসড়কে তীব্র যানজট হয়। অন্যদিকে টঙ্গী মিরের বাজার এলাকায় মাহাদি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে কারখানা মালিক টঙ্গী ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপুর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। এ ব্যাপারে অতিরিক্ত সহকারী পুলিশ কমিশানার (দক্ষিণ) মো. শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ  করলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর