শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

বেপরোয়া আচরণে সংক্রমণ বাড়ছে

- এ বি এম আবদুল্লাহ

বেপরোয়া আচরণে সংক্রমণ বাড়ছে

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, করোনাভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। লকডাউনে ট্রেন, বাস, উড়োজাহাজ, লঞ্চ বন্ধ থাকলেও হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছে। আবার ঢাকামুখী স্রোতও আছে। এসব বেপরোয়া আচরণের কারণে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, সংক্রামক রোগ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলতে হবে। অথচ এর মধ্যে পিকআপে, ট্রাকে লকডাউন ভেঙে কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই মানুষ যাতায়াত করছে। এসব কারণে সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনা রোগী। এসব মানুষ এলাকায় গিয়ে যদি ঈদ উপলক্ষে আত্মীয়তা করতে বেড়ানো শুরু করে তাহলে বিপদ আরও বাড়বে। কিছুদিন পরে তারা আবার ঢাকায় ফিরবে। এভাবে চলতে থাকলে করোনার লাগাম টানা সম্ভব হবে না। এপ্রিলে যেভাবে লকডাউন চলছিল সে রকম এ মাসে থাকলেও করোনা পরিস্থিতি খুব দ্রুত সামলে উঠতে পারত দেশ। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হবে।

সর্বশেষ খবর