সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ ধর্মীয় মর্যাদায় রমজান মাসের শেষ শুক্রবার গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমাতুল বিদা আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও করোনা মহামারী থেকে দেশবাসীর মুক্তি কামনা করেছেন তারা। এর আগে জুমার বয়ানে আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ও জাকাত আদায়ের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে। আজানের পরই মুসল্লিদের জন্য বায়তুল মোকাররম মসজিদের ফটক খুলে দেওয়া হয়। ফটকের সামনে ছিল হাত ধোয়া, স্যানিটাইজার ও জীবাণুমুক্তকরণের ব্যবস্থা। এসব প্রক্রিয়া শেষে দীর্ঘ লাইনে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। বেলা পৌনে ১টার দিকে ইমাম মুফতি মহিউদ্দিন কাশেম বয়ান শুরু করেন। বয়ানে তিনি বলেন, আজ বিশ্ব করোনাভাইরাসে আক্রান্ত। এ পরিস্থিতির কারণে আমারও স্তব্ধ। এ অবস্থা দেখে আমরা কি বুঝতে পারি, আল্লাহর পথে আমাদের চলতে হবে। তিনি বলেন, আমাদের সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি পরিপূর্ণভাবে জাকাত দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ঝড়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সাহায্য করতে হবে। আমরা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াব। জুমার নামাজ শেষে মোনাজাতে দেশবাসী, বিশ্ববাসীর জন্য করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করেন মহিউদ্দিন কাশেম। বায়তুল মোকাররম ছাড়াও সারা দেশে মসজিদের বারান্দা, ছাদ ও এমনকি আশপাশের রাস্তায় দাঁড়িয়েও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিরাপদ দূরত্ব মেনে বিভিন্ন মসজিদ পূর্ণ হয়ে রাস্তা পর্যন্ত মুসল্লিদের জামাত হয়। মসজিদের বারান্দা, ছাদ ও এমনকি আশপাশের রাস্তায় দাঁড়িয়েও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। সারা দেশের সব মসজিদের চিত্রই প্রায় একই রকম ছিল।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
জুমাতুল বিদায় করোনা থেকে মুক্তিতে মসজিদে দোয়া-মোনাজাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর