সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ ধর্মীয় মর্যাদায় রমজান মাসের শেষ শুক্রবার গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমাতুল বিদা আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও করোনা মহামারী থেকে দেশবাসীর মুক্তি কামনা করেছেন তারা। এর আগে জুমার বয়ানে আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ও জাকাত আদায়ের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে। আজানের পরই মুসল্লিদের জন্য বায়তুল মোকাররম মসজিদের ফটক খুলে দেওয়া হয়। ফটকের সামনে ছিল হাত ধোয়া, স্যানিটাইজার ও জীবাণুমুক্তকরণের ব্যবস্থা। এসব প্রক্রিয়া শেষে দীর্ঘ লাইনে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। বেলা পৌনে ১টার দিকে ইমাম মুফতি মহিউদ্দিন কাশেম বয়ান শুরু করেন। বয়ানে তিনি বলেন, আজ বিশ্ব করোনাভাইরাসে আক্রান্ত। এ পরিস্থিতির কারণে আমারও স্তব্ধ। এ অবস্থা দেখে আমরা কি বুঝতে পারি, আল্লাহর পথে আমাদের চলতে হবে। তিনি বলেন, আমাদের সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি পরিপূর্ণভাবে জাকাত দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ঝড়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সাহায্য করতে হবে। আমরা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াব। জুমার নামাজ শেষে মোনাজাতে দেশবাসী, বিশ্ববাসীর জন্য করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করেন মহিউদ্দিন কাশেম। বায়তুল মোকাররম ছাড়াও সারা দেশে মসজিদের বারান্দা, ছাদ ও এমনকি আশপাশের রাস্তায় দাঁড়িয়েও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিরাপদ দূরত্ব মেনে বিভিন্ন মসজিদ পূর্ণ হয়ে রাস্তা পর্যন্ত মুসল্লিদের জামাত হয়। মসজিদের বারান্দা, ছাদ ও এমনকি আশপাশের রাস্তায় দাঁড়িয়েও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। সারা দেশের সব মসজিদের চিত্রই প্রায় একই রকম ছিল।
শিরোনাম
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
জুমাতুল বিদায় করোনা থেকে মুক্তিতে মসজিদে দোয়া-মোনাজাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর