সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ ধর্মীয় মর্যাদায় রমজান মাসের শেষ শুক্রবার গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমাতুল বিদা আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও করোনা মহামারী থেকে দেশবাসীর মুক্তি কামনা করেছেন তারা। এর আগে জুমার বয়ানে আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ও জাকাত আদায়ের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে। আজানের পরই মুসল্লিদের জন্য বায়তুল মোকাররম মসজিদের ফটক খুলে দেওয়া হয়। ফটকের সামনে ছিল হাত ধোয়া, স্যানিটাইজার ও জীবাণুমুক্তকরণের ব্যবস্থা। এসব প্রক্রিয়া শেষে দীর্ঘ লাইনে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। বেলা পৌনে ১টার দিকে ইমাম মুফতি মহিউদ্দিন কাশেম বয়ান শুরু করেন। বয়ানে তিনি বলেন, আজ বিশ্ব করোনাভাইরাসে আক্রান্ত। এ পরিস্থিতির কারণে আমারও স্তব্ধ। এ অবস্থা দেখে আমরা কি বুঝতে পারি, আল্লাহর পথে আমাদের চলতে হবে। তিনি বলেন, আমাদের সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি পরিপূর্ণভাবে জাকাত দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ঝড়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সাহায্য করতে হবে। আমরা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াব। জুমার নামাজ শেষে মোনাজাতে দেশবাসী, বিশ্ববাসীর জন্য করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করেন মহিউদ্দিন কাশেম। বায়তুল মোকাররম ছাড়াও সারা দেশে মসজিদের বারান্দা, ছাদ ও এমনকি আশপাশের রাস্তায় দাঁড়িয়েও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিরাপদ দূরত্ব মেনে বিভিন্ন মসজিদ পূর্ণ হয়ে রাস্তা পর্যন্ত মুসল্লিদের জামাত হয়। মসজিদের বারান্দা, ছাদ ও এমনকি আশপাশের রাস্তায় দাঁড়িয়েও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। সারা দেশের সব মসজিদের চিত্রই প্রায় একই রকম ছিল।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
জুমাতুল বিদায় করোনা থেকে মুক্তিতে মসজিদে দোয়া-মোনাজাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর