রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছে করোনা রোগী

জয়শ্রী ভাদুড়ী

তিনি শিক্ষার্থী। ছিলেন ঢাকায়। করোনা রোগীর সংস্পর্শে আসায় তিনি করোনা টেস্ট করার জন্য নমুনা জমা দিয়েছিলেন। ফল পজিটিভ আসে। এরপর তিনি প্রাইভেটকার ভাড়া করে রাজশাহীর তানোরে নিজের বাড়িতে আসেন। এলাকাবাসী জানান, এ খবর গোপন রেখে তিনি এলাকার হাট-বাজারে গেছেন। হাটে তরমুজ বিক্রি করেছেন, সেলুনে চুল কাটিয়েছেন, মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে বাড়িতে কোয়ারেন্টাইন করেন। কভিড-১৯ রোগীর এ অবাধ বিচরণে শঙ্কায় রয়েছে এলাকাবাসী। এ ধরনের বহু ঘটনা ঘটেছে সম্প্রতি। বিশেষ করে ঈদে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে।

ঈদের ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে  পড়েছে মানুষ। এদের মধ্যে অনেকে করোনা রোগীর সংস্পর্শে আসায় নমুনা পরীক্ষার জন্য জমা দিয়েছিলেন। কিন্তু ফল জানার আগেই ছুটি পেয়ে তারা ছুটেছেন গ্রামে। অনেকে করোনা পজিটিভ জানার পরও ঘুরে বেড়াচ্ছেন হাটে-বাজারে। এসব রোগী খুঁজে বের করতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চালক করোনা আক্রান্ত হওয়ায় ওই প্রতিষ্ঠানের অন্য চালকদের করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। ফল জানার আগেই এক চালক চাঁদপুরে তার বাড়িতে রওনা হন। পথিমধ্যে ডাকাত আক্রমণ করে তার টাকা-পয়সা, মোবাইল কেড়ে নেয়। বাড়ি যাওয়ার পর এ ঘটনা শুনে তার প্রতিবেশী, আত্মীয়স্বজন তাকে দেখতে আসেন। এ সময় অফিস থেকে জানানো হয় তিনি করোনা পজিটিভ। ওই সময় তার বাড়িতে প্রায় ৩৫ জন মানুষ উপস্থিত ছিলেন। এসব ব্যাপারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘করোনা সুপার সংক্রামক রোগ হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা সুস্থ থাকার সর্বোত্তম উপায়। কিন্তু মানুষের অসচেতনতা রোগের বিস্তার দ্রুত করতে আরও সহায়ক হচ্ছে। এ সময় মানসিকভাবে কাছে থেকে সামাজিকভাবে দূরে থাকতে হবে।’ কুমিল্লায় নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি গিয়ে ঈদের কেনাকাটা করছিলেন। আত্মীয়বাড়িতেও ঘোরাঘুরি করেছেন তিনি। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে। টেস্টে তার রিপোর্ট পজিটিভ এসেছে। এসব উপসর্গহীন, অসচেতন রোগীদের মাধ্যমে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।

সর্বশেষ খবর