সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নমুনা পরীক্ষায় সর্বনিম্ন আক্রান্ত হারে পঞ্চম

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৮৭ মৃত্যু ৩৪

নিজস্ব প্রতিবেদক

করোনা রোগী শনাক্তে শীর্ষ ২০ দেশের মধ্যে সর্বনিম্ন নমুনা পরীক্ষা হয়েছে বাংলাদেশে। তবে রোগীর সংখ্যা বিবেচনায় ১৫তম অবস্থানে আছে বাংলাদেশ। আর আক্রান্ত হারে অবস্থান পঞ্চম। গতকাল সন্ধ্যায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হওয়া ২০টি দেশের মধ্যে নমুনা পরীক্ষায় ২০তম অবস্থানে আছে বাংলাদেশ। এখানে প্রতি ১০ লাখে নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৬৪৫ জনের। ১০ লাখে ৮ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করে মেক্সিকো ১৯তম অবস্থানে ও ৯ হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষা করে পাকিস্তান ১৮তম অবস্থানে রয়েছে। অন্যদিকে প্রতি ১০ লাখে সর্বোচ্চ ২ লাখ ৬৬ হাজার ৫০৪ জনের নমুনা পরীক্ষা করে শীর্ষে আছে যুক্তরাজ্য। ১০ লাখে ২ লাখ ৯ হাজার ৯৪৮ জনের নমুনা পরীক্ষা করে দ্বিতীয় অবস্থানে রাশিয়া ও ১ লাখ ৯৫ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষা করে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হারে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এক্ষেত্রে ৪৩ দশমিক ৮২ শতাংশ আক্রান্তের হার নিয়ে শীর্ষে আছে মেক্সিকো, ২৯ দশমিক ১৩ শতাংশ হার নিয়ে আর্জেন্টিনা দ্বিতীয়, ২২ দশমিক ৭৭ শতাংশ হার নিয়ে ব্রাজিল তৃতীয়, ২০ দশমিক ৪৬ শতাংশ হার নিয়ে চিলি চতুর্থ ও ২০ দশমিক ৪৪ শতাংশ হার নিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম। সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হওয়া দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের হার ৭ দশমিক ৯৭ শতাংশ। শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৭৫৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ৪৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৯ জনে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৬৬ জন রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন। গত এক দিনে যারা মারা  গেছেন তাদের ৩১ জন পুরুষ ও তিনজন নারী। ৩২ জন হাসপাতালে এবং দুজন বাড়িতে মারা গেছেন। এর মধ্যে ষাটোর্ধ্ব ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ছিলেন।

তাদের ১৪ জন ঢাকা বিভাগের, সাতজন খুলনা বিভাগের, ছয়জন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, দুজন রংপুর বিভাগের ও একজন ময়মনসিংহ বিভাগের ছিলেন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ, আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য- বগুড়া : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় মারা গেছেন দুজন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই শিশুসহ ৫৬ জনের। এ নিয়ে বগুড়ায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৩৬ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৭ জনের। দিনাজপুর : ২৪ ঘণ্টায় ১৫৮ জনের নমুনার ফলাফলে আরও ৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ২ হাজার ৯৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন ৪২ জন। গাজীপুর : ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের। এ নিয়ে গাজীপুরে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৫২ জন। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৫ জন, মারা গেছেন ৫৬ জন। বাগেরহাট : ২৪ ঘণ্টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান ও ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাসসহ আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা শনাক্ত হয়েছে ৭১৮ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৫০ জন।

সর্বশেষ খবর