সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘পঙ্গু হয়ে বাঁচতে চাই না’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরীর শাহপরান থানাধীন শিবগঞ্জ হাতিমবাগ এলাকার ৪ নম্বর বাসা থেকে মৌমিতা দাস পপি (২৬) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। গতকাল সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্যারালাইসিসে আক্রান্ত পপি চিরকুটে ‘পঙ্গু হয়ে বাঁচতে চাই না’ লিখে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়স্থঘাট গ্রামের রাজকুমার দাসের মেয়ে মৌমিতা দাস পপি। পরিবারের সঙ্গে তিনি নগরীর হাতিমবাগ এলাকার ওই বাসায় বসবাস করছিলেন। শনিবার দিবাগত রাতে তিনি নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে পরিবারের সদস্যরা কক্ষের মধ্যে পপির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেন তারা। শাহপরান থানার এসআই রিপটন পুরকায়স্থ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কক্ষের মধ্যে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা আছে ‘আমি পঙ্গু হয়ে বাঁচতে চাই না’। এ থেকে পপি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর