মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত ৩ কোটি ৩৫ লাখ, মৃত্যু ১০ লক্ষাধিক

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা হয়েছে অন্তত ৩ কোটি ৩৫ লাখ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ৭৪ লাখ এবং মৃতের সংখ্যা ২ লাখ ১০ হাজার। ভারতে আক্রান্তের সংখ্যা হয়েছে ৬০ লাখ ৭৫ হাজার এবং মৃতের সংখ্যা প্রায় ৯৭ হাজার। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৮ লাখ এবং মৃতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার প্রায়। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ এবং মৃতের সংখ্যা ২০ হাজার ৪০০।  সূত্র : ওয়ার্ল্ডোমিটার। সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের মধ্যে বর্তমানে ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটছে। গত রবিবারও দেশটিতে ৮২ হাজার ৭৬৭ জন আক্রান্ত হন এবং মারা যান ১ হাজার ৪০ জন। এর পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত হন ৩৩ হাজার ৭৮২ জন এবং মারা যান ২৭৬ জন। ব্রাজিলে আক্রান্ত হন ১৪ হাজার ১৯৪ জন এবং মারা যান ৩৩৫ জন। রাশিয়ায় আক্রান্ত হন ৭ হাজার ৮৬৭ জন এবং মারা যান ৯৯ জন। এ দিন বিশ্বে মোট আক্রান্ত হন ২ লাখ ৫১ হাজার ৯০৩ জন এবং মারা যান ৩ হাজার ৮৭৩ জন। তুলনামূলকভাবে আগের দিনের চেয়ে এ সংখ্যা খানিকটা কম ছিল। অর্থাৎ করোনা কবলিত দেশগুলোতে মৃত্যু ও আক্রান্তের হার সামান্য কমেছে।

সর্বশেষ খবর