শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্পেনে আক্রান্ত ১০ লাখ ছাড়াল, যুক্তরাজ্যে নতুন রেকর্ড

প্রতিদিন ডেস্ক

পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেনে শনাক্ত কভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। গতকাল সকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ১০ লাখ ৪৬ হাজার। এ ছাড়া যুক্তরাজ্যেও এক দিনের আক্রান্তের সংখ্যায় রেকর্ড তৈরি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটছে। সূত্র : বিবিসি, রয়টার্স, ওয়ার্ল্ডোমিটার।

স্পেনে গত বুধবার ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৭৩ জন রোগী শনাক্তের ও ১৫৬ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। ৩১ জানুয়ারি দেশটিতে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন স্পেনে মোট রোগীর সংখ্যা ১০ লাখ পেরিয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া ও আর্জেন্টিনার পর কভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়ানো ষষ্ঠ দেশ হলো স্পেন।

গত কয়েক মাস ধরে ইউরোপে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহামারী শুরু হওয়ার প্রথম মাসেই স্পেনে  করোনাভাইরাসের প্রকোপ তীব্র হয়ে ওঠে। সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞাসহ বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি। যুক্তরাজ্যে আক্রান্তের রেকর্ড : যুক্তরাজ্যে এক দিনে সর্বাধিক করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। শুধু বুধবারেই দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬৮৮ জন। যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ হাজার বেশি। দ্য সান জানায়, মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৩৩১ জন, সোমবার ১৮ হাজার ৮০৪ জন, রবিবার ছিল ১৬ হাজার ৯৮২ জন।

যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আক্রান্ত : যুক্তরাষ্ট্রে বুধবার এক দিনে ৬২ হাজারেরও অধিক মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এদিন দেশটিতে মোট ৬২ হাজার ৭৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

একই সময়ে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৪ জনের। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ৮৪ হাজার ৮১৯। মৃত্যু হয়েছে ২ লাখ ২৭ হাজার ৪০৯ জনের।

সর্বশেষ খবর