মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পাঁচ মানব পাচারকারীর বিরুদ্ধে রেড নোটিস ইন্টারপোলের

মাহবুব মমতাজী

বিদেশে থাকা পাঁচ বাংলাদেশি মানব পাচারকারীর বিরুদ্ধে জারি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিস। এর আগে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর মাধ্যমে ছয় বাংলাদেশি মানব পাচারকারীর বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর ১২ নভেম্বর মিন্টু মিয়া নামে একজনের বিরুদ্ধে রেড নোটিস জারি করে ইন্টারপোল। সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) সৈয়দা জান্নাত আরা এ প্রতিবেদককে জানান, তারা ছয়জনের নামে রেড নোটিস জারির জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে একজনের হয়েছে। বাকিদের কিছু ডকুমেন্ট আপডেট চেয়ে চিঠি দিয়েছিল ইন্টারপোল। সেগুলো দেওয়া হয়েছে। তিন-চার দিনের মধ্যে ওই পাঁচজনের বিরুদ্ধেও রেড নোটিস জারি হয়ে যাবে। পুলিশ সদর দফতরের এনসিবি সূত্র জানিয়েছেন,  এ রেড নোটিসের পর ওই ব্যক্তিরা যে কোনো দেশের স্থল, নৌ ও আকাশ পথের বন্দরে গেলেই গ্রেফতার হবেন। এরপর সে দেশের আইন-কানুন পর্যালোচনা করে দেশে ফেরত আনা সম্ভব। এ পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৫ বাংলাদেশিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।

সিআইডি সূত্র জানান, আকাশ মিয়া নামে এক ভুক্তভোগীর ভাই জানিয়েছেন মিন্টু মিয়া লিবিয়ায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও ঢাকার পল্টনে দুটি মামলা হয়েছে। মিন্টু কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বোছামারা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। তার জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৯৭৯৪৮১১১৮৩৬২৯৩২০ ও পাসপোর্ট নম্বর বিপি ০৩৭৭৭০৪।

সর্বশেষ খবর