রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় পুলিশি হামলার অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গতকাল বিকালে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। হোস্টেল সংস্কার, থাকা-খাওয়ার সুব্যবস্থা ও পড়াশোনার উপকরণ সময়মতো সরবরাহসহ মৌলিক কয়েকটি দাবি জানাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়ার অভিযোগ করেন এতিমখানার শতাধিক শিক্ষার্থী। তাদের আরও অভিযোগ, দাবি জানাতে গিয়ে তাদের দুই শিক্ষক ও তিন সহপাঠীকে লালবাগ থানার পুলিশ ধরে নিয়ে গেছে। আটকরা হলেন, হোস্টেলের হাউস টিউটর ইউসুফ মোল্লা, ক্রীড়া শিক্ষক হারুন অর রশীদ এবং নয়ন, রানা ও রাকিব নামের তিন শিক্ষার্থী। এতিমখানার উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ফরহাদ বিশ্বাস সবুজ বলেন, আজকে (গতকাল) সকালে কিছু দাবি-দাওয়া নিয়ে প্রশাসনের কাছে গিয়েছিলাম। দুপুর ১টা পর্যন্ত বসে থাকলেও প্রশাসনের কেউ আমাদের সঙ্গে কথা বলেনি। এরপর পুলিশে খবর দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। দুজন স্যার ও তিন সহপাঠীকে ধরে নিয়ে গেছে। মেয়েদের ওপরও পুরুষ পুলিশ দিয়ে হামলা চালানো হয়েছে। এতিমখানার ১০ম শ্রেণির ছাত্রী মুক্তা জানায়, হোস্টেলে আমাদের মানসিক নির্যাতন করা হয়। আমাদের ঠিকমতো খাবার দেওয়া হয় না। কেউ অসুস্থ হলে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অভিযোগের বিষয়ে শহর সমাজসেবা কার্যালয়-৫ এর সমাজসেবা অফিসার জহির উদ্দীন বলেন, একজন নিবাসীর (এতিমখানার ছাত্রছাত্রী) গায়েও হাত তোলা হয়নি। আজকে ওরা যখন আন্দোলন শুরু করে, তখন একটা তদন্ত কমিটি গিয়েছিল। ওরা তদন্ত কমিটির কাজে বাধা দেওয়ায় তাদের ভিতরে যেতে বলা হয়েছে। আটকদের বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটির কাজে বাধা দেওয়ায় কমিটি পুলিশ ডেকে নিয়ে এসে তাদের পুলিশের হেফাজতে দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সংস্কার কাজ চলমান রয়েছে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আশরাফ উদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, সরকারি এই এতিমখানায় ছেলে- মেয়ে মিলিয়ে প্রায় ২০০ শিক্ষার্থী থাকে। আলাদা দুটি হোস্টেলে তাদের থাকার ব্যবস্থা রয়েছে।
শিরোনাম
- রংপুরে ঋতু বৈচিত্র্যে খেয়ালি প্রকৃতি
- যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল
- ভূজপুর থানার এসআই অপসারণে আল্টিমেটাম
- প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব দলিলাদি লাগবে
- আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে মামুনকে খুন, মূল পরিকল্পনাকারী রনি
- রাজশাহীতে বিরসা মুন্ডার জন্মদিন উদযাপিত
- বীরগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
- নির্বাচন বানচাল করতে ওত পেতে আছে পতিত সরকার : রিজভী
- জর্জিয়ায় বিধ্বস্ত তুর্কি সামরিক বিমানের সব আরোহী নিহত
- পুলিশের গাড়িতে আগুন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ডিএমপির
- গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
- নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে : প্রধান উপদেষ্টা
- স্ত্রীসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- চাঁদপুরে ৫টি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
- গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগ ও পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার
- এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করল যুক্তরাজ্য
- শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি
- সেবার মান নিয়ে ক্ষোভ গ্রাহকদের, অভিযোগের মুখে ‘পাঠাও’
- গোপালগঞ্জে বিশেষ শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি নিয়ে সেমিনার
- যুক্তরাজ্যে সেই চীনা ক্রিপ্টোকুইনের ১১ বছর ৮ মাসের কারাদণ্ড
সলিমুল্লাহ এতিমখানায় পুলিশি হামলা, বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর