নব্বইয়ের অন্যতম শীর্ষ ছাত্রনেতা, তৎকালীন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেছেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। কে করেছে, কারা করেছে সবাই জানে। সেই শহীদদের প্রত্যাশা আজও পূরণ হয়নি। যে আশা নিয়ে এতগুলো মানুষ জীবন দিলেন, সেই গণতন্ত্রের লেশমাত্র নেই। মানুষের ভোটাধিকার নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আগে তো এরশাদ আমলে দিনের বেলায় ভোট হতো। দিনের বেলায় সিল মারত। কিন্তু কোনো প্রার্থীকে আক্রমণ করত না। রেজাল্ট ৪৮ ঘণ্টা পর ঘোষণা করত। অল্প কিছু মানুষ বিশেষ করে নির্বাচন কমিশনের চরিত্র নষ্ট হতো ওই সময়। সিল মারত এরশাদের দলের লোকজন। এখন আগের দিন রাতেই ভোট হয়ে যায়! এখন সিল মারে প্রশাসনের লোকজন, স্কুল-কলেজের প্রিসাইডিং অফিসার, শিক্ষক, ব্যাংকাররা। এখন প্রার্থীর ওপর আক্রমণ করা হয়। নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। প্রয়োজনে গুম-খুনের পথও বেছে নেওয়া হয়। এর সব ব্যবস্থা করে দেয় সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের কব্জায় নিয়ে তারা এ কাজটি করছে। সাবেক এই ছাত্রনেতা বলেন, আজ আওয়ামী লীগ জঘন্য খেলায় মেতে উঠেছে। রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। বিসিএস থেকে শুরু করে সব প্রশাসনিক ক্যাডার বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে। এটা অমার্জনীয় অপরাধ। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো অপরাধ আর কিছু নেই। এ প্রত্যাশা শহীদদের ছিল না। সরকার এ অবস্থা থেকে ফিরে না এলে তাদের একদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আজ আওয়ামী লীগ যা করছে, ’৭০-এর নির্বাচনে পাকিস্তানও তা করেনি। হাবিবুর রহমান হাবিব আরও বলেন, দেশে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে আজ বন্দী করে রেখেছে সরকার। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকার বলতে কিছু নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান আজ একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। এমন অবস্থা এরশাদের আমলেও ছিল না। সেই এরশাদ আমলের চেয়েও দেশ আজ বড় স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। এতেই শহীদদের আত্মা শান্তি পাবে।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ