নব্বইয়ের অন্যতম শীর্ষ ছাত্রনেতা, তৎকালীন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেছেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। কে করেছে, কারা করেছে সবাই জানে। সেই শহীদদের প্রত্যাশা আজও পূরণ হয়নি। যে আশা নিয়ে এতগুলো মানুষ জীবন দিলেন, সেই গণতন্ত্রের লেশমাত্র নেই। মানুষের ভোটাধিকার নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আগে তো এরশাদ আমলে দিনের বেলায় ভোট হতো। দিনের বেলায় সিল মারত। কিন্তু কোনো প্রার্থীকে আক্রমণ করত না। রেজাল্ট ৪৮ ঘণ্টা পর ঘোষণা করত। অল্প কিছু মানুষ বিশেষ করে নির্বাচন কমিশনের চরিত্র নষ্ট হতো ওই সময়। সিল মারত এরশাদের দলের লোকজন। এখন আগের দিন রাতেই ভোট হয়ে যায়! এখন সিল মারে প্রশাসনের লোকজন, স্কুল-কলেজের প্রিসাইডিং অফিসার, শিক্ষক, ব্যাংকাররা। এখন প্রার্থীর ওপর আক্রমণ করা হয়। নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। প্রয়োজনে গুম-খুনের পথও বেছে নেওয়া হয়। এর সব ব্যবস্থা করে দেয় সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের কব্জায় নিয়ে তারা এ কাজটি করছে। সাবেক এই ছাত্রনেতা বলেন, আজ আওয়ামী লীগ জঘন্য খেলায় মেতে উঠেছে। রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। বিসিএস থেকে শুরু করে সব প্রশাসনিক ক্যাডার বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে। এটা অমার্জনীয় অপরাধ। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো অপরাধ আর কিছু নেই। এ প্রত্যাশা শহীদদের ছিল না। সরকার এ অবস্থা থেকে ফিরে না এলে তাদের একদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আজ আওয়ামী লীগ যা করছে, ’৭০-এর নির্বাচনে পাকিস্তানও তা করেনি। হাবিবুর রহমান হাবিব আরও বলেন, দেশে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে আজ বন্দী করে রেখেছে সরকার। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকার বলতে কিছু নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান আজ একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। এমন অবস্থা এরশাদের আমলেও ছিল না। সেই এরশাদ আমলের চেয়েও দেশ আজ বড় স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। এতেই শহীদদের আত্মা শান্তি পাবে।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে
-হাবিবুর রহমান হাবিব
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর