নব্বইয়ের অন্যতম শীর্ষ ছাত্রনেতা, তৎকালীন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেছেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। কে করেছে, কারা করেছে সবাই জানে। সেই শহীদদের প্রত্যাশা আজও পূরণ হয়নি। যে আশা নিয়ে এতগুলো মানুষ জীবন দিলেন, সেই গণতন্ত্রের লেশমাত্র নেই। মানুষের ভোটাধিকার নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আগে তো এরশাদ আমলে দিনের বেলায় ভোট হতো। দিনের বেলায় সিল মারত। কিন্তু কোনো প্রার্থীকে আক্রমণ করত না। রেজাল্ট ৪৮ ঘণ্টা পর ঘোষণা করত। অল্প কিছু মানুষ বিশেষ করে নির্বাচন কমিশনের চরিত্র নষ্ট হতো ওই সময়। সিল মারত এরশাদের দলের লোকজন। এখন আগের দিন রাতেই ভোট হয়ে যায়! এখন সিল মারে প্রশাসনের লোকজন, স্কুল-কলেজের প্রিসাইডিং অফিসার, শিক্ষক, ব্যাংকাররা। এখন প্রার্থীর ওপর আক্রমণ করা হয়। নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। প্রয়োজনে গুম-খুনের পথও বেছে নেওয়া হয়। এর সব ব্যবস্থা করে দেয় সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের কব্জায় নিয়ে তারা এ কাজটি করছে। সাবেক এই ছাত্রনেতা বলেন, আজ আওয়ামী লীগ জঘন্য খেলায় মেতে উঠেছে। রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। বিসিএস থেকে শুরু করে সব প্রশাসনিক ক্যাডার বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে। এটা অমার্জনীয় অপরাধ। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো অপরাধ আর কিছু নেই। এ প্রত্যাশা শহীদদের ছিল না। সরকার এ অবস্থা থেকে ফিরে না এলে তাদের একদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আজ আওয়ামী লীগ যা করছে, ’৭০-এর নির্বাচনে পাকিস্তানও তা করেনি। হাবিবুর রহমান হাবিব আরও বলেন, দেশে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে আজ বন্দী করে রেখেছে সরকার। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকার বলতে কিছু নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান আজ একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। এমন অবস্থা এরশাদের আমলেও ছিল না। সেই এরশাদ আমলের চেয়েও দেশ আজ বড় স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। এতেই শহীদদের আত্মা শান্তি পাবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে
-হাবিবুর রহমান হাবিব
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর